Advertisement
Advertisement

Breaking News

Jaya Bachchan

‘অমিতাভ আমার স্বামী নয়’, নাতনি নব্যার কাছে গোপন তথ্য ফাঁস জয়া বচ্চনের!

কী বললেন জয়া?

Jaya Bachchan calls husband Amitabh 'her best friend'
Published by: Akash Misra
  • Posted:April 4, 2024 10:56 am
  • Updated:April 4, 2024 10:57 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাতনি নব্যা নবেলি নন্দার পডকাস্টে এসে একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন জয়া বচ্চন। কখনও ছেলে অভিষেক নিয়ে, তো কখনও বউমা ঐশ্বর্যকে নিয়ে। আর এবার তো স্বামী অভিতাভ বচ্চনকে নিয়ে গোপন তথ্য ফাঁস করলেন জয়া। নাতনির প্রশ্নে, জয়ার সোজা উত্তর ”অমিতাভ আমার স্বামী নয়!”

ভাবছেন হঠাৎ কেন এমন কথা বললেন জয়া? ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। নব্যা তাঁর পডকাস্ট ইন্টারভিউয়ে জয়াকে প্রশ্ন করলেন, দুই বন্ধুর মধ্যে কি প্রেম হতে পারে? আর প্রেম হলে কি বন্ধুত্ব থাকবে? জয়ার স্পষ্ট উত্তর, ”আমার সবচেয়ে কাছের বন্ধু তো বাড়িতেই রয়েছে। আসলে আমার স্বামী অমিতাভ বচ্চন, একেবারেই আমার স্বামী নয়, বরং আমার সবচেয়ে প্রিয় বন্ধু। আমি তাঁকেই সব কিছু জানাই। আমি কোনও কিছুই তাঁর কাছে গোপন রাখি না।”

Advertisement

[আরও পড়ুন: যত দোষ জুহির! দল খারাপ খেললেই রেগে যান শাহরুখ, বন্ধুর ‘কুকথা’ ফাঁস অভিনেত্রীর]

প্রসঙ্গত, পয়লা ফেব্রুয়ারি থেকে ‘হোয়াট দ্য হেল নভ্যা’র (What The Hell Navya) দ্বিতীয় মরশুম শুরু হয়েছে। ইতিমধ্যেই এই শোয়ে নভ্যার মা শ্বেতা, দিদা জয়া বচ্চন ও ভাই অগস্ত্য নন্দাকে দেখা গিয়েছে। বচ্চন পরিবারের বাকি সদস্য যেমন অমিতাভ বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চনকে কী ডাকা হবে? এই প্রশ্নই করা হয়েছিল নভ্যাকে।

প্রশ্নের জবাব যেন তৈরিই ছিল নভ্যার। সঞ্চালিকার কথা শেষ হতেই বলেন, “না, আশা করছি শোয়ের তৃতীয় মরশুম হবে, আর তা হলে আমি পরিবারের বাইরে থেকে কিছু অতিথিদের ডাকব। সেটা আলাদা মজা হবে। আমরা তাঁদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারব। নানা পেশার মানুষ হতে পারে। হতে পারে আমি একজন বিজ্ঞানীকে ডাকলাম। আর আজকের এই সময় তাঁদের কাছে বিজ্ঞানের অর্থ কী, তা জানতে চাইতে পারি। তাঁদের আবিষ্কারের সম্পর্কে জানতে পারি। বিভিন্ন পেশার মানুষের সঙ্গে কথা বলতে পারি। সেটা আমার, মায়ের আর দিদারও ভালো লাগবে।” জানান ক্রিকেটার দীপ্তি শর্মাকে ডাকতে চান তিনি।

নভ্যার এই মন্তব্যের পরই নিন্দুকদের প্রশ্ন, নভ্যা কি সত্যিই এবার বাইরের অতিথিদের ডাকতে চান, নাকি দিদা জয়ার সঙ্গে বনিবনা নেই বলে মামী ঐশ্বর্যকে নিজের শোয়ে ডাকতে চান না তিনি? উল্লেখ্য, নভ্যার এই শোয়েই জয়া বচ্চন বলেছিলেন, “ছেলের থেকেও বেশি আমার মেয়ে আমার শক্তি। ও নারী বলেই এমনটা কিনা জানি না। কিন্তু ওই আমার বল।”

[আরও পড়ুন: মুম্বইয়ের রাস্তায় ৬ কোটির গাড়ি নিয়ে রণবীর কাপুর, ‘রথ’ থামিয়ে বৃদ্ধকে টাকাও দিলেন ‘রাম’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement