Advertisement
Advertisement

Breaking News

‘রুবেল ভাই আর নেই’, বিশ্বাসই হচ্ছে না জয়া আহসানের, ছবির প্রিমিয়ারে গিয়ে মৃত্যু অভিনেতার!

সিনেমার প্রিমিয়ারে গিয়ে মৃত্যু জয়া আহসানের সহ-অভিনেতার।

Jaya Ahsan mourns Bangladesh actor Ahmed Rubel’s death | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:February 8, 2024 2:07 pm
  • Updated:February 8, 2024 2:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মৃত্যু বড় অনিশ্চিত! নিজের সিনেমার প্রিমিয়ারে এসেই মৃত্যু বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা রুবেল আহমেদের। আটতলার মাল্টিপ্লেক্সে ‘পেয়ারার সুবাস’-এর প্রিমিয়ারের অনুষ্ঠানে যোগ দেওয়ার আগেই পার্কি লটে মৃত্যু হয় অভিনেতার। উল্লেখ্য, এই ছবির মুখ্য অভিনেত্রী জয়া আহসান। তিনি এখনও রুবেলের মৃত্যুর খবর বিশ্বাসই করতে পারছেন না!

বুধবার বিকেলে নির্ধারিত সময়ে নিজের ছায়াবিথীর বাড়ি থেকে বেরন রুবেল। পথে সিনেমার পরিচালক নুরুল আলম আতিককে গাড়িতে তোলেন উত্তরা থেকে। এরপর ঢাকার বসুন্ধরা সিটি শপিং মলে পৌঁছন তাঁরা। সেখানে গাড়ি থেকে নেমে পার্কিং লটে হাঁটতে গিয়ে আচমকাই পড়ে যান তিনি। মাথায় চোট লাগে। তৎক্ষণাৎ রুবেল আহমেদকে তুলে নিয়ে মাথায় জল দেন পরিচালক নুরুল। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হয়েই এমন মর্মান্তিক পরিণতি রুবেল আহমেদের।

Advertisement

[আরও পড়ুন: প্রেমদিবসে যুগল দেখলেই নীল-সাদা চপ্পল ছোড়ার প্ল্যান! পোস্ট দিয়ে কটাক্ষের মুখে সায়ন্তিকা]

শোকপ্রকাশ করে জয়া আহসান জানিয়েছেন, “খুব অদ্ভূত একটা ব্যাপার ঘটল। আমার এখনও বিশ্বাসই হচ্ছে না যে রুবেল ভাই আর নেই। আমার মনে হয়, রুবেল ভাই থাকলে হয়তো চাইতেন না যে প্রিমিয়ারটা বাতিল হয়ে যাক। মানুষ তাঁর কাজের মধ্য দিয়ে বেঁছে থাকে। উনিও থাকবেন। শো চলবে, এটাই আমাদের শিল্পীদের জীবনে একটা ভয়াবহ অংশ।” রুবেল আহমেদের মৃত্যুতে শোকবার্তা জ্ঞাপন করেছেন ‘পেয়ারার সুবাস’ ছবির পরিচালক নুরুল আলম আতিকও। বাংলাদেশের বিনোদুনিয়াতেও শোকের ছায়া।

[আরও পড়ুন: ‘আমার কাছেও প্রস্তাব এসেছিল’, পুনম কাণ্ডে অজানা গল্প ফাঁস জয়া আহসানের!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement