সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুই বাংলার দুই নায়িকা। যেমন সুন্দর, তেমন অভিনয়, আর তেমনই ব্যক্তিত্বময়ী স্বস্তিকা মুখোপাধ্যায় ও জয়া আহসান। এই দুই নারী হাতে তরবারি না নিয়েই পোজ দিলেন ক্যামেরার সামনে। আর তাতেই মুগ্ধ নেটিজেনরা।
‘শ্রীমতী’ হয়ে বাংলার দর্শকদের মন জয় করেছেন স্বস্তিকা। আবার বলিউডেও তাঁর অবাধ বিচরণ। অন্যদিকে, ওপার বাংলার পাশাপাশি এপার বাংলারও মন জয় করে নিয়েছেন জয়া। ‘বিনিসুতোয়’ বাঁধা তাঁর ভালবাসা। ‘দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস’ সংবাদমাধ্যমের জন্যই এক ফ্রেমে ধরা দিয়েছেন দুই অভিনেত্রী।
ছবি শেয়ার করে জয়া লেখেন, “এ যেন সত্যিই সংস্কৃতির মেলবন্ধন।” জানান ফটোশুটের প্রতিটা মূহূর্ত তিনি কতটা উপভোগ করেছেন। এর জন্য সংবাদমাধ্যমকে ধন্যবাদও দেন অভিনেত্রী। স্বস্তিকার কাজ তাঁকে কতটা অনুপ্রাণিত করে তাও ক্যাপশনে জানিয়েছেন জয়া। প্রতিটি শব্দে প্রকাশ করেছেন নিজের উচ্ছ্বাস।
দুই নায়িকাকে এক ফ্রেমে দেখে মুগ্ধ অনুরাগীরাও। অনেকেই আগুনের ইমোজি দিয়ে মুগ্ধতা করেছেন। অনেকে আবার ভালবাসার ইমোজি আবেগ প্রকাশের জন্য ব্যবহার করেছেন। “দুই বাংলার অন্যতম সেরা অভিনেত্রী”, এমন কথাও লেখা হয়েছে কমেন্টবক্সে।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.