সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে ‘জওয়ান’ জ্বর। শুধু ভারত কেন শাহরুখ খানের বিদেশের অনুরাগীরাও উত্তেজনায় ফুটছেন। ট্রেলার প্রকাশ্যে এনেই বক্সঅফিসে সিনেমা অর্ধেক হিট করে ফেলেছেন শাহরুখ খান। ‘জওয়ান’-এ শাহরুখের রাফ অ্যান্ট টাফ লুক দেখে ভক্তদের অ্যাড্রিনালিন রাশ তুঙ্গে। ততোধিক তুখড় সংলাপ! কিন্তু যে সিনেমা নিয়ে এত্ত হইচই, সেই ছবিতে অভিনয় করেই কিনা বড় শিক্ষা পেলেন শাহরুখ খান!
শুধু তাই নয়, আগেভাগেই জানিয়ে রেখেছেন- “এই শেষ, আর নয়, আর কখনও নেড়া হব না!” কেন? বৃহস্পতিবার দুবাইয়ের মজলিশে সেকথা খোলসা করলেন বাদশা। এদিন বুর্জ খলিফায় ‘জওয়ান’ ট্রেলার প্রদর্শনের পরই শাহরুখ খান জানান এই ছবিতে নেড়া মাথায় অভিনয় করতে গিয়ে তাঁর যে অভিজ্ঞতা হয়েছে, সেটা জীবনে আর কখনও পুনরাবৃত্তি করবেন না।
বৃহস্পতিবার ঘড়ির কাটায় তখন ঠিক রাত ৯টা। বুর্জ খলিফায় দেখানো হচ্ছে ‘জওয়ান’-এর ট্রেলার। সামনের মঞ্চেই বলিউড কিং। ‘জিন্দা বান্দা’ গান শুরু হতেই নেচে উঠলেন বাদশা। একের পর এক রগরগে সংলাপ তাঁর মুখে! ব্যস, উল্লাসে ফেটে পড়লেন অনুরাগীরা। সেখানেই ‘জওয়ান’-এর নেড়া লুক নিয়ে মুখ খুললেন শাহরুখ খান।
‘জওয়ান’ তারকার মন্তব্য়, “এই ছবিতে জীবনে প্রথমবার নেড়া হয়েছি। এইটাই আমার প্রথম ও শেষবার নেড়া হওয়া। আপনারা আমার মান রাখবেন আশা করছি। আপনাদের জন্য দেখুন নেড়াও হয়ে গেলাম। আশা করব ছবিটা দেখতে যাবেন সকলে। কে জানে, আর কখনও আমাকে এমন অবতারে দেখতে পাবেন কিনা!”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.