সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপেক্ষার অবসান। ‘জওয়ান’-এর পয়লা গান প্রকাশ্যে নিয়ে এলেন শাহরুখ খান। সোমবার সাতসকালেই অবশ্য এই পাওয়ার প্যাকড- ট্র্যাকের জন্য অনুরাগীদের প্রস্তুত হওয়ার ঘোষণা করে দিয়েছিলেন কিং খান। এবার নির্ধারিত সময়ে ঠিক ১২.৫০ মিনিটে ‘জিন্দা বান্দা’ গান রিলিজ করলেন বাদশা। মুহূর্তের মধ্যেই টুইটার সরগরম করে ফেলল ‘জওয়ান’-এর নতুন গান। ভাইরাল দাবানল গতিতে।
‘জিন্দা বান্দা’ গানটি লিখেছেন ইরশাদ কামিল আর কম্পোজ করেছেন অনিরুদ্ধ রবিচন্দ্রন। ওয়াসিম বারেলভির লেখা এক উর্দু শায়েরি (আত্মসম্মানে ঘা লাগলে যুদ্ধ করা উচিত। এই লড়াইটাই বাঁচিয়ে রাখে) পংক্তিকে ধার করেই এই গানের কথা লিখেছেন ইরশাদ। গান রিলিজের আগে শাহরুখ অবশ্য বারেলভি সাহেবের কাছে কৃতজ্ঞতা স্বীকার করে আগেভাগেই ক্ষমা চেয়ে নিয়েছেন তাঁর বিখ্যাত শায়েরিকে কাটাছেঁড়া করে ফিল্মি গান তৈরি করার জন্য। আর গানের কথাতেই ‘জওয়ান’-এর তুখড় জীবনযুদ্ধের কথা ধরা পড়ল।
উল্লেখ্য, বছর চারেক সিনেমপর্দায় দেখা না দেওয়ায় অনেক কটাক্ষ, সমালোচনার মধ্যে পড়ে হয়েছিল শাহরুখকে। তাঁর কেরিয়ারের বাতি নিভে গিয়েছে বলেও কটুক্তি করেছিলেন অনেকে। তবে ‘পাঠান’-এর বক্সঅফিসে উত্তর দিয়েই ক্ষান্ত থাকেননি কিং খান। এবার তুরুপের তাস হিসেবে ‘জওয়ান’-এর নতুন গান ‘জিন্দা বান্দা’ নিয়ে এলেন।
এই গানের দৃশ্য শুট করতে কোনওরকম কসরত বাকি রাখেনি শাহরুখের প্রযোজনা সংস্থা। দেশের বিভিন্ন রাজ্য থেকে ১০০০ জন নৃত্যশিল্পী জোগার করে ‘জিন্দা বান্দা’র সিকোয়েন্স শুট হয়। ১৫ কোটি টাকা বাজেটের এই গানের দৃশ্যে আবারও ‘জওয়ান’ মেজাজে ধরা দিলেন শাহরুখ খান।
প্রসঙ্গত, ‘জওয়ান’ নিয়ে উন্মাদনার পারদ তুঙ্গে। শুধু ভারত কেন শাহরুখ খানের বিদেশের অনুরাগীরাও উত্তেজনার ফুটছেন। পয়লা ঝলকে শাহরুখের রাফ অ্যান্ট টাফ লুক দেখে গত দিন কয়েক ধরেই সরগরম নেটপাড়া। আগামী ৭ সেপ্টেম্বর তামিল, তেলুগু ও হিন্দি ভাষায় মুক্তি পাচ্ছে ‘জওয়ান’। ইতিমধ্যেই, ‘জওয়ান’ সিনেমার পয়লা ঝলকে বাদশাকে যে চারটি ভিন্ন লুকে দেখা গিয়েছে, তা নিয়ে অনুরাগীদের মধ্যে উন্মাদনার অন্ত নেই। বুড়ো হাড়েও যে তিনি একাই ময়দান কাঁপিয়ে দিতে পারেন, ‘পাঠান’-এর পর ‘জওয়ান’-এর পয়লা ঝলকে সেটা আবারও প্রমাণ করে দিলেন শাহরুখ খান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.