Advertisement
Advertisement

Breaking News

Jawan Prevue

টম ক্রুজের ‘মিশন ইমপসিবল’-এর মাঝেই ‘জওয়ান’ শাহরুখের এন্ট্রি, কী হাল ভক্তদের? দেখুন

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই ভিডিওগুলি।

Jawan Prevue makes appearance amid Mission Impossible, Fans cheer and applaud | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:July 16, 2023 10:50 am
  • Updated:September 1, 2023 4:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্স অফিসের কিং হয়ে উঠেছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। ‘পাঠান’ হয়ে কামব্যাক করেই ঝড় তুলেছিলেন নেটদুনিয়ায়। এবার ‘জওয়ান’ (Jawan)। আগাম ঝলকেও রেকর্ড ভিউ। এমনকী হলিউড তারকা টম ক্রুজের ‘মিশন ইমপসিবল’ সিরিজের ছবির মাঝেও যখন ‘জওয়ান’ শাহরুখ এন্ট্রি নিচ্ছে, উচ্ছ্বাসে ফেটে পড়ছেন দর্শকরা।

Jawan-SRK-2
১২ জুলাই সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘মিশন ইমপসিবল: ডেড রেকনিং পার্ট ১’। তা দেখতেই সিনেমা হলে ভিড় জমিয়েছিলেন দর্শকরা। আচমকা শাহরুখ খানের এন্ট্রি। সশরীরে নয় বড়পর্দায়। বিশাল স্ক্রিনে দেখানো হল ‘জওয়ান’ ছবির প্রিভিউ। তাতেই বেকাবু জনতা। চিৎকারের চোটে হলে কান পাতা ছিল দায়। মালেগাওয়ের এক হলে আবার ‘কনফেটি’ও ফাটানো হয়। গোটা হলে লাল-নীল-হলুদ ছোট ছোট কাগজ ছড়িয়ে পড়ে।

Advertisement

 

[আরও পড়ুন: সিনেমা চলছে না, তাই রাজনীতিতে? লোকসভা ভোটের প্রার্থী হচ্ছেন অভিষেক বচ্চন!]

‘পাঠান’ সুপারহিট হওয়ার পর থেকেই শাহরুখের পরবর্তী ছবি ‘জওয়ান’-এর দিকে নজর সকলের। সেই মতো অপেক্ষায় ছিলেন শাহরুখ অনুরাগীরা। ১০ জুলাই সকাল সাড়ে দশটায় হয় অপেক্ষার অবসান। প্রকাশ্যে আসে ২ মিনিট ১২ সেকেন্ডের প্রিভিউ। খনও আধা মুখোশে ঢাকা মুখ, কখনও নেড়া মাথায় ক্যামেরার সামনে এসে চমকে দেন বলিউড বাদশা। তাঁর নানা রূপ দেখেই মুগ্ধ ভক্তরা।

Shah Rukh Khan

প্রসঙ্গত, অ্যাটলির পরিচালনায় ‘জওয়ান’-এ অভিনয় করেছেন শাহরুখ। তাঁর বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী নয়নতারাকে। এখবর আগেই জানা গিয়েছিল। এবার আগাম ঝলকে অ্যাকশনের মেজাজে দেখা গেল দীপিকা পাড়ুকোনকে। এছাড়াও দেখা গিয়েছে বিজয় সেতুপতি, প্রিয়মণি, সানিয়া মালহোত্রা-সহ একঝাঁক তারকা। আগামী ৭ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পাবে ‘জওয়ান’। বক্স অফিসে ফের শাহরুখ-সুনামি আসতে চলেছে, আগাম এই ঝলক দেখে এমনই মনে করছেন চলচ্চিত্র বিশেষজ্ঞরা।

[আরও পড়ুন: বড় ধর্মঘটের ডাক হলিউডে, বিক্ষোভে শামিল প্রিয়াঙ্কা চোপড়াও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement