Advertisement
Advertisement

Breaking News

Jawan Movie review

কী কী চমক রয়েছে ‘জওয়ান’ ছবিতে? সিনেমা হলে যাওয়ার আগে জেনে নিন

শাহরুখের কেরিয়ারের সেরা ছবি 'জওয়ান'?

Jawan Movie review by Srk Fan| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:September 7, 2023 11:21 am
  • Updated:September 7, 2023 11:21 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাহরুখের ‘জওয়ান’ ছবি যে বক্স অফিসে রেকর্ড ব্যবসা করবে, তা ইতিমধ্য়েই স্পষ্ট। দেশের কোণায় কোণায় প্রথম দিন প্রথম শো দেখে দর্শকদের মত, শাহরুখের কেরিয়ারের সেরা ছবি ‘জওয়ান’। এই ছবি রয়েছে ভরপুর চমক। বলিউড ফিল্ম সমালোচকদের কাছ থেকে ইতিমধ্য়েই ৪.৫ স্টার পেয়েছে জওয়ান। তাঁদের কথায়, চিত্রনাট্য, এডিটিং এবং অভিনয়ে সব ছবিকে মাত দেবে শাহরুখের ‘জওয়ান’। শুধু তাই নয়, ছবির গল্পে রয়েছে অজস্ত্র টুইস্ট। ফিল্ম সমালোচকরা জওয়ান থেকে বেছে নিয়েছেন ৫ চমককে। এই ৫ চমকের জন্য়ই নাকি দেখতে হবে ‘জওয়ান’। তা কী সেই চমক?

১) বেশ কয়েকটা লুকে দেখা যাবে শাহরুখকে। আর প্রত্যেকটি লুকেই শাহরুখের এন্ট্রি চমকে দেওয়ার মতো। এমনকী, ট্রেলারে যে যে লুক দেখা গিয়েছে, তার বাইরেও রয়েছে শাহরুখের আরও একটি লুক। যা কিনা হতবাক করবে দর্শকদের।

Advertisement

[আরও পড়ুন: মুক্তির আগেই ৫০ কোটির ব্যবসা, মুম্বইয়ে ‘জওয়ান’-এর স্ক্রিনিংয়ে চাঁদের হাট, কারা গেলেন?]

২) দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারার এন্ট্রির দৃশ্য়ও বড়সড় চমক। শাহরুখের পাশে মুগ্ধ করবেন নয়নতারাও।

৩) ফ্ল্য়াশব্য়াকের দৃশ্য়ের প্লট ও শাহরুখের অভিনয় ‘জওয়ানে’ বড় প্রাপ্তি। দুরন্ত এডিটিং জওয়ানের ইউএসপি।

৪) ছোট্ট চরিত্রে হলেও, কামাল দেখিয়েছেন দীপিকা পাড়ুকোন, সঞ্জয় দত্ত। ছবিতে তাঁদের এন্ট্রি গল্পের মোচড়।

৫) শাহরুখ তো রয়েইছেন। তবে খলনায়ক হিসেবে দক্ষিণী তারকা বিজয় সেতুপতি ‘জওয়ান’ ছবির বড় চমক। তাঁর অভিনয় কিন্তু এই ছবির অন্যতম স্ট্রং পয়েন্ট।

[আরও পড়ুন: ইন্ডিয়া-ভারত নাম তরজায় কেন্দ্রকে ‘তৈলমর্দন’! নিজের ছবির নামই বদলে ফেললেন অক্ষয়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement