Advertisement
Advertisement
Jawan Advance Bookings

‘পাঠান’কেও ছাপিয়ে যাবে ‘জওয়ান’, প্রথমদিনই কি ১০০ কোটি ছুঁয়ে ফেলবে শাহরুখের ছবি?

আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। তারপরই বক্স অফিসে শুরু হবে 'জওয়ান' অভিযান।

Jawan First Day Advance Booking is Ready to break All-Time Record For Hindi Movies | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:September 6, 2023 9:15 am
  • Updated:September 6, 2023 9:15 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরই বক্স অফিসে শুরু হবে ‘জওয়ান’ (Jawan) শাহরুখের ধুন্ধুমার অ্যাকশন। বাদশাকে বড়পর্দায় দেখতে মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। সারা দেশের সিনেমা হলে সাজো সাজো রব। যে পরিমাণ অগ্রিম বুকিং হচ্ছে তাতে বিশেষজ্ঞরা মনে করছেন, শাহরুখের (Shah Rukh Khan) কামব্যাক ছবিকেও ছাপিয়ে যাবে ‘জওয়ান’।

Jawan

Advertisement

সাতটি বদলের বিনিময়ে সেন্সরের U/A সার্টিফিকেট পেয়েছে ‘জওয়ান’। শোনা গিয়েছে, ছবিতে একটি আত্মহত্যার দৃশ্য রয়েছে। তার সময় কমানো হয়েছে। মাথা কেটে ফেলার মতো দৃশ্য বাদ দিতে বলা হয়েছে। ছবির একটি জায়গায় ভারতের মাননীয় রাষ্ট্রপতির কথা বলা হয়েছে। তা বদল করে প্রদেশের প্রধান করতে বলা হয়েছে। কিছু সংলাপও বদলাতে হয়েছে। কিন্তু তাতে কি? বুক মাই শো-র হিসেব বলছে এর মধ্যেই সারা দেশে ‘জওয়ান’-এর ৭৫ লক্ষেরও বেশি টিকিট বিক্রি হয়ে গিয়েছে।

[আরও পড়ুন: সারা দেশে চরম উন্মাদনা, অথচ রাজধানীর এই হলগুলিতে দেখা যাবে না শাহরুখের ছবি!]

চার বছর পর সিনেমার পর্দায় যখন ‘পাঠান’ (Pathaan) হয়ে কামব্যাক করেছিলেন, তখনও উচ্ছ্বাসে ফেটে পড়েছিলেন অনুরাগীরা। মুক্তির দিন ৫৭ কোটি টাকার ব্যবসা করেছিল শাহরুখের ছবি। এবার কি তাহলে প্রথমদিনই ১০০ কোটি ছুঁয়ে ফেলবে? এই প্রশ্নের উত্তর অল্প সময়ের মধ্যেই পাওয়া যাবে। তবে অগ্রিম বুকিংয়ের নিরিখে একদল মনে করছেন শাহরুখের ছবির ব্যবসা ৭৫ কোটি প্রথম দিনেই ছাড়িয়ে যাবে। আরেক দলের মতে মুক্তির দিন শাহরুখের ছবি অন্তত ৬০-৭০ কোটি টাকা আয় করে ফেলবে। দুই ক্ষেত্রেই তা ‘পাঠান’-এর প্রথম দিনের আয়কে ছাড়িয়ে যাবে।

SRK-Jawan
দক্ষিণী পরিচালক অ্যাটলির পরিচালনায় ‘জওয়ান’-এ অভিনয় করেছেন শাহরুখ। তাঁর বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী নয়নতারাকে। এখবর আগেই জানা গিয়েছিল। আগাম ঝলকে অ্যাকশনের মেজাজে দীপিকা পাড়ুকোনকেও দেখা যায়। ট্রেলারেও রয়েছেন অভিনেত্রী। তবে সূত্রের খবর, ক্যামিও চরিত্রে রয়েছেন দীপিকা। এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বিজয় সেতুপতি, প্রিয়মণি, সানিয়া মালহোত্রা-সহ একঝাঁক তারকা।

[আরও পড়ুন: ক্যাটরিনা কাছে আসতেই অস্বস্তি হয়েছিল ভিকি কৌশলের, কেন? নিজমুখেই স্বীকার করলেন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement