Advertisement
Advertisement

Breaking News

শাহরুখের ‘লাক-ফ্যাক্টর’ দীপিকা! ‘জওয়ান’-এ শাড়ি পরেই দুর্ধর্ষ অ্যাকশন নায়িকার, বড় চমক

'দীপিকা মানেই শাহরুখের ছবি ব্লকবাস্টার', ফোড়ন ভক্তদের।

Jawan: Deepika Padukone Fights In Saree Shah Rukh Khan's blockbuster
Published by: Sandipta Bhanja
  • Posted:July 10, 2023 12:50 pm
  • Updated:July 10, 2023 3:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাহরুখ-দীপিকা মানেই সিনেমা সুপারহিট। সেই ‘ওম শান্তি ওম’ থেকে শুরু। তারপর ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’… একের পর এক ব্লকবাস্টার । চলতি বছর জানুয়ারি মাসে ‘পাঠান’ ছবিতে এই হিট ফর্মূলার জেরে বক্সঅফিসে জোয়ার দেখা গিয়েছে। এবার শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমার ক্ষেত্রেও তার অন্যথা হল না।

সোমবার সকালে ‘জওয়ান’-এর অগ্রিম ঝলকে শাহরুখের দুর্ধর্ষ অবতার নিয়ে যখন সরগরম নেটপাড়া, তখন দীপিকা-ভক্তদের জোরালো দাবি, ‘দীপিকা মানেই শাহরুখের ছবি ব্লকবাস্টার’। ১৬ বছরের বক্সঅফিস রিপোর্টও অবশ্য সেকথাই বলে। যে যে ছবিতে এযাবৎকাল জুটি বেঁধেছে শাহরুখ-দীপিকা, বক্সঅফিসে ভাল নম্বর এসেছে। সম্ভবত সেই কারণেই ‘জওয়ান’ ছবিতে নায়িকার এক দুর্ধর্ষ ক্যামিও রোল রয়েছে। সিনেমার পয়লা ঝলকেই তাঁর ঝাঁজ আন্দাজ করা গেল। এই নিয়ে পঞ্চমবার শাহরুখ খানের সঙ্গে কাজ করলেন দীপিকা পাড়ুকোন। 

Advertisement

[আরও পড়ুন: ‘অশিক্ষিতরা দেশ চালাচ্ছে’, কাজলের মন্তব্যকে হাতিয়ার করেই মোদি’ভক্ত’দের বিঁধলেন শিব সেনা নেত্রী]

শাড়ি পরেই এক তুখড় অ্যাকশন সিকোয়েন্সে দেখা গেল দীপিকাকে। পাঠান-এও অবশ্য শাহরুখ-দীপিকাকে একসঙ্গে দেখা গিয়েছে শত্রুদমন করতে। এবার ‘জওয়ান’-এর ক্ষেত্রেও কি তাই হবে? ভক্তদের কৌতূহল তুঙ্গে। প্রিভিউ ভিডিওতে অবশ্য যা গেল, তাতে যে ‘জওয়ান’-এ বড়সড় চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য, তা বলাই বাহুল্য।

প্রসঙ্গত, ‘জওয়ান’ ছবিতে অবশ্য আরও দুই নায়িকা রয়েছেন। দক্ষিণী সুপারস্টার নয়নতারা। অন্যদিকে সানিয়া মালহোত্রা। ২ মিনিট ১২ সেকেন্ডের পয়লা ঝলকে তাঁদেরকেও বন্দুকবাজি করতে দেখা গেল। আটলি কুমার পরিচালিত এই সিনেমায় রয়েছেন বিজয় সেতুপতি, প্রিয়ামণির মতো তারকারাও। আগামী ৭ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পাবে ‘জওয়ান’। বক্স অফিসে যে ফের শাহরুখ-সুনামি আসতে চলেছে, আগাম এই ঝলক দেখে এমন ভবিষ্যদ্বাণী করে ফেলেছেন চলচ্চিত্র বিশেষজ্ঞরা।

[আরও পড়ুন: কখনও আধা মুখোশে ঢাকা মুখ, কখনও নেড়া মাথা, ‘জওয়ান’-এর আগাম ঝলকে দুর্ধর্ষ শাহরুখ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement