Advertisement
Advertisement

Breaking News

Jawan SRK

রিলিজের আগেই ১৭ কোটির ব্যবসা ‘ফেক’? প্রশ্ন শুনেই রেগে আগুন ‘জওয়ান’ শাহরুখ

ইতিমধ্যেই পয়লা দিনের ৫ লক্ষ টিকিট বিক্রি হয়েছে।

Jawan advance booking earns 17 cr: Shah Rukh answers if numbers are ‘real or fake’ | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:September 4, 2023 1:05 pm
  • Updated:September 4, 2023 1:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাহরুখ খানের ৩ দশকের কেরিয়ারে রেকর্ড! ইতিমধ্যেই পয়লা দিনের ৫ লক্ষ টিকিট বিক্রি হয়েছে। হিসেব বলছে, ওপেনিং ডে-তেই দেশে হেসেখেলে ২০ কোটির বেশি আয় করবে ‘জওয়ান’। সর্বোচ্চ কত টাকায় টিকিট বিক্রি হচ্ছে, জানলে ‘হা’ হবেন! বিশেষ করে দেশের মেট্রো সিটিগুলিতে চড়া দামে বিকোচ্ছে টিকিট। কোথাও কোথাও আবার -এর টিকিটের দাম আড়াই হাজার পর্যন্ত উঠেছে। সিনেবাণিজ্য বিশ্লেষকদের মতে, রিলিজের আগেই অগ্রীম বুকিংয়ে ঝড় তুলে ১৭ কোটি টাকা আয় করে ফেলেছে ‘জওয়ান’। আর সেই হিসেবে জল মেশানো রয়েছে কিনা প্রশ্ন তুলতেই বেজায় খেপে গেলেন শাহরুখ খান।

বলিউড সূত্রে খবর, সবমিলিয়ে এখনও পর্যন্ত জওয়ান-এর মোট ৫,৭৭,২৫৫টি টিকিট বিক্রি হয়েছে। হিন্দি বেল্টে 2D ফরম্যাটে ৫,২৯,৫৬৮টি টিকিট বিক্রি হয়েছে এবং আইম্যাক্সে টিকিট বিক্রির সংখ্যা ১১,৫৫৮টি। দক্ষিণী বাজারও কাঁপাচ্ছে ‘জওয়ান’। তামিল এবং তেলেগু বেল্টে যথাক্রমে ১৯,৮৯৯ এবং ১৬,২৩০টি টিকিট বিক্রি হয়েছে। এককথায় সর্বভারতীয় স্তরে রিলিজের আগেই শাহরুখের ছবি আয় মোট ১৬.৯৩ কোটি টাকা।

Advertisement

[আরও পড়ুন: নিউ ইয়র্কেও ‘জওয়ান’ জ্বর, টাইম স্কোয়ারের দানবীয় বিলবোর্ডে কিং শাহরুখের দাপট]

রবিবার সেই প্রেক্ষিতেই এক নেটিজেন AskSRK পর্বে শাহরুখকে সরাসরি প্রশ্ন ছোঁড়েন, ‘জওয়ান’-এর রেকর্ড সংখ্যক টিকিট বিক্রি কিংবা আয় কি সবটাই নকল না আসলেই এমনটা ঘটেছে? আর সেই টুইট নজরে পড়তেই জনৈককে একহাত নেন কিং খান। সরাসরি লেখেন, “ভাই এসব জঘন্য কথাবার্তা বোলো না তো। একটু ইতিবাচক মনোভাব রাখো।”

প্রসঙ্গত, দেশজুড়ে ‘জওয়ান’ জ্বর। শুধু ভারত কেন, শাহরুখ খানের বিদেশের অনুরাগীরাও উত্তেজনায় ফুটছেন। ট্রেলার প্রকাশ্যে এনেই বক্সঅফিসে সিনেমা অর্ধেক হিট করে ফেলেছেন শাহরুখ খান। ‘জওয়ান’-এ বাদশার ‘রাফ অ্যান্ড টাফ’ লুক দেখে ভক্তদের অ্যাড্রিনালিন রাশ তুঙ্গে। ততোধিক তুখড় সংলাপ! এবার রিলিজের আগে রেকর্ড সংখ্যক ব্যবসা নিয়ে মুখ খুললেন শাহরুখ খান।

[আরও পড়ুন: ‘কিতনে আদমি থে? ১০ সর্দার’, ‘শোলে’র সংলাপেই ডুরান্ড জয়ের উল্লাস ‘মোহনবাগানি’ সৃজিতের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement