Advertisement
Advertisement
Jawan Movie

বক্স অফিস কাঁপিয়ে শীঘ্রই ওটিটিতে আসছে ‘জওয়ান’, কত টাকায় বিক্রি হল শাহরুখের এই ছবি?

নেটফ্লিক্সে দেখা যাবে 'জওয়ান'।

Jawaan OTT Release: Shah Rukh Khan’s Starrer Movie to Soon Stream on Netflix| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:September 13, 2023 1:07 pm
  • Updated:September 13, 2023 4:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একের পর এক রেকর্ড ভেঙে জওয়ান ইতিমধ্য়েই ৬০০ কোটির অঙ্ক ছাড়িয়ে ফেলেছে। এখনও গোটা দুনিয়ায় জওয়ান ঝড় চলছে। ঠিক এরই মাঝে খবরে এল শীঘ্রই ওটিটি আসতে চলেছে শাহরুখের এই ব্লক বাস্টার ছবি। জনপ্রিয় ওটিটি প্ল্য়াটফর্ম নেটফ্লিক্সেই দেখা যাবে শাহরুখের জওয়ান। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, প্রায় ২৫০ কোটি টাকায় রেড চিলিসের কাছ থেকে নেটফ্লিক্স কিনে নিয়েছে ‘জওয়ান’ ছবির স্বত্ত্ব। তবে কবে থেকে দেখা যাবে এই ছবি, তা কিন্তু এখনও জানা যায়নি।

প্রসঙ্গত, মাত্র চার দিনেই পাঁচশো কোটি পার। মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গল স্ক্রিন, সর্বত্র দাপিয়ে বেড়াচ্ছে শাহরুখ খানের (Shah Rukh Khan) ‘জওয়ান’। আট থেকে আশি সকলের মুখে এখন কিং খানের সংলাপ। সিনেমা হলে উপচে পড়ছে ভিড়। টিকিটের পর টিকিট বিক্রি হয়ে চলেছে। শুধু দেশে নয় বিদেশেও বাজিমাত করেছে ‘জওয়ান’ (Jawan)। তাতেই ৫৩১ কোটি টাকা আয় করে ফেলেছে।

Advertisement

[আরও পড়ুন: টলিউডের ফেডারেশন-ভেন্ডার গিল্ডসের অশান্তি মেটানোর চেষ্টায় মন্ত্রী অরূপ! সুরাহা হল?]

অ্যাটলির পরিচালনায় ‘জওয়ান’-এ অভিনয় করেছেন শাহরুখ। তাঁর বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী নয়নতারাকে। এখবর আগেই জানা গিয়েছিল। আগাম ঝলকে অ্যাকশনের মেজাজে দীপিকা পাড়ুকোনকেও দেখা যায়। ছবিতে ক্যামিও চরিত্রে রয়েছেন দীপিকা। স্বল্প সময়েই দর্শকদের মন জয় করেছেন তিনি। তবে ‘জওয়ান’ সিনেমা যেন শুধুই শাহরুখ ভক্তদের সেলিব্রেশন। অ্যাটলির পরিচালনায় অ্যাকশন হিরো হওয়ার সাধ ভালভাবেই মিটিয়েছেন বলিউড বাদশা।

সাতটি বদলের বিনিময়ে সেন্সরের U/A সার্টিফিকেট পেয়েছে ‘জওয়ান’। শোনা গিয়েছে, ছবিতে যে আত্মহত্যার দৃশ্য রয়েছে, তার সময় কমানো হয়েছে। মাথা কেটে ফেলার মতো দৃশ্য বাদ দিতে বলা হয়েছে। ছবির একটি জায়গায় ভারতের মাননীয় রাষ্ট্রপতির কথা বলা হয়েছিল। তা বদল করে প্রদেশের প্রধান করা হয়েছে। ‘পয়দা হোকে’র মতো শব্দ সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। ‘উংলি করনা’র মতো শব্দ পালটে অন্য সংলাপ দেওয়া হয়েছে। NSG-র রেফারেন্স দেওয়া হয়েছিল ছবিতে। তাও দেখা যায়নি।

[আরও পড়ুন: পালটে গেল লুক! বন্দুক হাতে ‘দশম অবতার’-এর জন্য তৈরি প্রসেনজিৎ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement