Advertisement
Advertisement
জাভেদ CAA

CAA’র প্রতিবাদ করে কটাক্ষের শিকার, সোশ্যাল মিডিয়া ছাড়লেন জাভেদ জাফরি

নেটদুনিয়ায় তাঁর ভিডিও ভাইরাল হতেই শুরু সমালোচনা।

Javed Jaffrey left Twitter due to trollers over CAA issue
Published by: Sulaya Singha
  • Posted:December 23, 2019 7:06 pm
  • Updated:December 23, 2019 7:06 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “সংশোধিত নাগরিকত্ব আইন অত্যন্ত ভয়ংকর এবং সাম্প্রদায়িক।” সম্প্রতি এক অনুষ্ঠানে এভাবেই মোদি সরকারকে একহাত নেন অভিনেতা-কোরিওগ্রাফার জাভেদ জাফরি। সোশ্যাল মিডিয়াতেও CAA-এর বিরোধিতায় সুর চড়িয়েছিলেন তিনি। আর তাতেই তীব্র কটাক্ষের শিকার হতে হয়। সহ্যের সীমা হারিয়ে তাই টুইটার থেকে সরে দাঁড়ালেন বলিউড অভিনেতা।

রবিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় তাঁর অনুষ্ঠানের ভিডিওটি। যেখানে নাগরিকত্ব আইনের তীব্র প্রতিবাদ করেছেন তিনি। বেকারত্ব, অর্থনীতিতে মন্দা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন। বলেন, “সাধারণ মানুষের খাওয়ার-থাকার-পরার ব্যবস্থা করুন। শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল তৈরি করুন। সেসব না করে আপনারা শুধু মন্দির তৈরি করার কথা বলছেন। সংশোধিত নাগরিকত্ব আইন দেশের জন্য লজ্জার। কিন্তু এর পিছনে সরকারের বড় খেলা লুকিয়ে রয়েছে।” একই সঙ্গে অভিনেতা সুশান্ত সিংয়ের প্রসঙ্গ তুলেও সরকারকে তুলোধোনা করেন তিনি। CAA-র বিরোধিতা করায় ‘সাবধান ইন্ডিয়া’ শো থেকে বাদ দেওয়া হয় সুশান্ত সিংকে। এমন ঘটনা অত্যন্ত লজ্জাজনক বলে মনে করেছেন জাভেদ। সোশ্যাল মিডিয়াতেও চলে তাঁর প্রতিবাদ। অনেকেই জাভেদের এই প্রতিবাদের পাশে দাঁড়িয়ে অভিনেতার প্রশংসা করেছেন। কিন্তু লাগাতার কটাক্ষ করতেও ছাড়েননি অনেকে।

Advertisement

[আরও পড়ুন: রক্তারক্তি কাণ্ড! ফুটবল খেলতে গিয়ে আঘাত পেলেন রণবীর]

রবিবার তিনি লেখেন, “এই হিংসা ও ট্রোল আর সহ্য হচ্ছে না। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। আশা করি সব ঠিক হয়ে যাবে। সবার আগে দেশ। জয় হিন্দ।” কিন্তু জাভেদ নেটদুনিয়া থেকে সরে দাঁড়ানোয় অনেকেই আক্ষেপ করছেন। তাঁদের মতে, সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নেওয়া মানে যারা কটাক্ষ করছে, তাদেরই জয়। লড়াইয়ে উৎসাহ দিতে তাঁকে ফিরে আসার আরজিও জানান অনেকে।

[আরও পড়ুন: নারী নিরাপত্তা নিশ্চিত করতে অভিনব উদ্যোগ, ক্যাব পরিষেবা চালু করছেন দীপিকা]

উল্লেখ্য, CAA’র বিরোধিতায় সরকারের বিরুদ্ধে মুখ খুলে কটাক্ষের শিকার হতে হয়েছে ফারহান আখতার, স্বরা ভাস্করের মতো অভিনেতাদের। একলাফে অনেক ফলোয়ার হারিয়েছেন পরিচালক অনুরাগ কাশ্যপও। দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের মারধরের প্রতিবাদ করে টুইট করেছিলেন অভিনেত্রী পরিনীতা চোপড়াও। হাজার কটাক্ষ সত্ত্বেও প্রতিবাদ থেকে পিছু হটেননি তাঁরা। উলটোদিকে, এ বিষয়ে নীরবতা পালন করে সমালোচনার মুখে পড়তে হয়েছে শাহরুখ-সলমন-আমির খানকে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement