Advertisement
Advertisement

Breaking News

জাভেদ আখতার

‘দিল্লিতে হিংসার দায় কপিল মিশ্রদের’, রাজধানীর জ্বলন্ত পরিস্থিতি নিয়ে বিজেপিকে বিঁধলেন জাভেদ

'রক্তের জন্য কারা তৃষ্ণার্ত বোঝাই যাচ্ছে!' মন্তব্য অনুরাগ কাশ্যপের।

Javed Akhtar slams Kapil Mishra on Delhi violence
Published by: Sandipta Bhanja
  • Posted:February 25, 2020 6:11 pm
  • Updated:February 25, 2020 6:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “ট্রাম্প দেশ ছাড়ার আগে রাস্তা খালি করান। এরপর আমাদের রাস্তায় নামতে হবে। তখন কিছু বলতে পারবেন না” বিজেপি নেতা কপিল মিশ্রর এই বক্তব্যে বেজায় চটলেন জাভেদ আখতার। কপিলের এই মন্তব্যকে ‘উসকানি’মূলক আখ্যা দিয়ে বলিউড সংগীতকার পালটা দিলেন টুইটে।

‘দিল্লিতে এই অশান্তির দায় সেসব কপিল মিশ্রদের’, মন্তব্য জাভেদের। বিজেপি নেতাকে বিঁধে বলেছেন, “দিল্লিতে ক্রমশই অশান্তি বেড়ে চলেছে। সব ‘কপিল মিশ্রদের’ লাগামছাড়া ক্ষমতা দেওয়া হয়েছে। দিল্লিবাসীদের কাছে বিষয়টি এমনভাবে তুলে ধরা হচ্ছে যে সবকিছুই যেন CAA বিরোধী আন্দোলনের জেরে ঘটছে!” পাশাপাশি খানিক বাঁকাভাবেই দিল্লি পুলিশের উদ্দেশে বলেছেন, “কিছুদিনের মধ্যেই দিল্লি পুলিশ ‘এর শেষ দেখে ছাড়বে’ বলে আশা করছি।

Advertisement

[আরও পড়ুন: ‘এটা দিল্লি না সিরিয়া?’, রাজধানীর জ্বলন্ত পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন বলিউড তারকারা]

অশান্ত পরিস্থিতির একটি ভিডিও শেয়ার করে অনুরাগ কাশ্যপ বলেছেন, “কারা রক্তের জন্য তৃষ্ণার্ত বোঝাই যাচ্ছে।”

উল্লেখ্য, সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে ফের জ্বলছে রাজধানী। সোমবার থেকেই কার্যত দিল্লির বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত অশান্তি। যার জেরে উত্তর-পূর্ব দিল্লিতে জারি হয়েছে ১৪৪ ধারা। মৃতের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে, এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। অশান্তির আঁচ ছড়িয়েছে দিল্লির একাধিক এলাকায়। সন্ত্রস্ত, ভীত দিল্লিবাসী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরকালে এহেন ঘটনায় রীতিমতো উদ্বিগ্ন প্রশাসন। জরুরী বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। এমনতাবস্থায়, AAP প্রসাশনের ভূমিকায় নিয়েও উঠছে প্রশ্ন। তবে মঙ্গলবারই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অশান্ত এলাকার বিধায়কদের নিয়ে বৈঠক সেরেছেন নিজের বাসভবনে।

এটা কোন হিংসার প্রতিফলন? আবারও কি মেরুকরণের রাজনীতিতে ধরাশায়ী মানবতা? প্রশ্ন তুলে দিল্লির জলন্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বলিউড তারকারা। এমতাবস্থায় ফের গেরুয়া শিবিরকে বিঁধলেন বলিউড সংগীতকার জাভেদ আখতার।

[আরও পড়ুন: গান্ধির দেশে মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানাতে ‘অহিংসা’র গান রহমানের, প্রশংসিত নেটদুনিয়ায় ]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement