Advertisement
Advertisement

Breaking News

Javed Akhtar

‘জয় শ্রীরাম বলুন’, বিরাটের প্রশংসা করায় জাভেদ আখতারের উপর জোরজুলুম! পালটা দিলেন গীতিকার

নেটপাড়ার সাম্প্রদায়িক উসকানিতে সবক শেখালেন জাভেদ।

Javed Akhtar Shuts Down Trolls Over Communal Remarks On Virat Kohli Tweet
Published by: Sandipta Bhanja
  • Posted:February 24, 2025 4:36 pm
  • Updated:February 24, 2025 4:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবারের ভারত বনাম পাকিস্তান ম্যাচে বিশ্বরেকর্ড গড়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। ১৪ হাজার রানের গণ্ডি পেরিয়ে শচীন তেন্ডুলকরের রেকর্ড ভাঙায় কিং কোহলির মুকুটে নতুন পালক জুড়েছে। রবিবাসরীয় ম্যাচের সেই মধ্যমণিকে নিয়ে সেলেবমহলেও উচ্ছ্বাসের জোয়ার। টিম ইন্ডিয়ার পাকবধের সঙ্গে ওয়ান ডে ম্যাচে কোহলির এই ‘বিরাট কীর্তি’তে খুশিতে ডগমগ জাভেদ আখতারও (Javed Akhtar)। কিং কোহলিকে শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন মাত্র। তারপরই ধেয়ে এল একের পর এক কটাক্ষবাণ।

জাভেদের পদবীকে কাঠগড়ায় তুলে জনৈকর দাবি, ‘বাবরের বাবার নাম কোহলি। জয় শ্রীরাম বলুন’ আবার কারও প্রশ্ন, ‘বাবাহ আজ সূর্য কোন দিকে উঠল? আপনি নিশ্চয়ই মন থেকে দুঃখ পেয়েছেন?’ এহেন নানা মন্তব্যে ভরে গিয়েছে জাভেদের এক্স হ্যান্ডেলের পোস্ট। তবে ছেড়ে কথা বলেননি বলিউডের প্রবীণ গীতিকারও। কোনওরকম রেয়াত না করেই নিন্দুকদের ‘সবক শেখালেন’ তিনি। ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে বলা নেটিজেনের উদ্দেশে জাভেদ আখতারের মন্তব্য, “আমি শুধু এটুকুই বলব, তুমি অত্যন্ত নিম্ন মানসিকতার লোক। আর সেই নিচ মন নিয়েই মরবে। দেশপ্রেম কী? সেটা তোমার বোঝার নয়।” আরেক নেটিজেনের উদ্দেশে প্রবীণ গীতিকারের মন্তব্য, “বাবা তোমার বাপ-ঠাকুরদা যখন ইংরেজদের পদলেহনে ব্যস্ত ছিল, তখন আমার পূর্বপুরুষকে কালাপানির সাজা ভোগ করতে হয়েছে। আমার রক্তে দেশপ্রেম রয়েছে। আর তোমার রক্তে বইছে ইংরেজদের দাসত্ব করার অভ্যোস। পার্থক্যটা ভুলে যেও না।” জাভেদের মোক্ষম জবাবে সায় দিয়েছেন নেটপাড়ার অনেকেই। তাঁদের কথায়, ‘একেবারে যথাযোগ্য উত্তর এসব নিন্দুকদের জন্য।’

Advertisement

প্রসঙ্গত, রবিবাসরীয় দুবাইও এমনই এক ইনিংসের সাক্ষী রইল। যেখানে ৫১ তম ওয়ানডে সেঞ্চুরি (Virat Kohli’s 51st ODI Century) হাঁকিয়ে কোহলি শুধু দলকে জেতালেনই না, আরও বহু প্রশ্ন, সমালোচনা, ধন্দের জবাবও দিলেন অবলীলায়। এদিন দ্রুততম ভারতীয় হিসেবে ওয়ানডে ক্রিকেটে ১৪ হাজার রানের গণ্ডি পেরিয়ে যান কোহলি। ভাঙেন শচীন তেণ্ডুলকরের ১৯ বছরের রেকর্ড। ৩৫০টি ম্যাচ খেলে একদিনের ম্যাচে ১৪ হাজার রান ঝুলিতে ভরেছিলেন মাস্টার ব্লাস্টার। সেখানে বিরাট এই মাইলস্টোন ছুঁয়ে ফেললেন ২৮৭ ইনিংসেই। এর পাশাপাশি বিশ্বের তৃতীয় ব্যাটার হিসেবে ১৪ হাজার রান টপকানোর নজিরও গড়লেন কোহলি। তবে শুধু ব্যাটার হিসেবেই নয়, ফিল্ডার হিসেবেও নয়া রেকর্ড গড়লেন কোহলি। ভারতীয় ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ ১৫৮টি ক্যাচ ধরলেন তিনি। সবমিলিয়ে রবিবাসরীয় ম্যাচের বিরাট কীর্তিতে উচ্ছ্বসিত আমজনতা থেকে সেলেবরাও। সেই আবহেই এক্স হ্যান্ডেলে নিজের বিরাট-প্রেম জাহির করে নেটপাড়ার একাংশের রোষানলে পড়তে হল জাভেদ আখতারকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement