Advertisement
Advertisement

Breaking News

Javed Akhtar

Javed Akhtar: রাজ ঠাকরের বাড়িতে জাভেদ আখতারের মুখে ‘জয় সিয়ারাম’ ধ্বনি

রাম-সীতা প্রসঙ্গে আর কী বললেন গীতিকার?

Javed Akhtar asks people to chant 'Jai Siya Ram' slogans| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:November 10, 2023 9:37 am
  • Updated:November 10, 2023 6:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার হিন্দুত্বের অন্যতম মুখ ও দক্ষিণপন্থী সংগঠন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরের বাড়িতে দীপোৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের জনপ্রিয় গীতিকার জাভেদ আখতার(Javed Akhtar)। সেই অনুষ্ঠানেই জাভেদ আখতার তুলে ধরেন ভারতীয় সংস্কৃতির কথা। যার সঙ্গে তিনি জুড়ে দেন রাম ও সীতার প্রসঙ্গও।

জাভেদ আখতারের কথায়, ” প্রথমেই বলে রাখি আমি নাস্তিক। তবে রাম-সীতা আমার কাছে শুধু ঈশ্বর নন, ভারতের সম্পদ। সে কথা মাথায় রেখেই এই অনুষ্ঠানে হাজির হয়েছি। ”

Advertisement

[আরও পড়ুন: স্ত্রীর মৃত্যুর পরই অবাক কাণ্ড! ‘ও তো আমার নাতনি’, আজব দাবি প্রৌঢ়ের]

জাভেদের কথায়, ”রামায়ণ আমাদের ঐহিত্য। যা ভারতীয় সংস্কৃতিকে সঠিকভাবে তুলে ধরে। তাই রামায়ণ বরাবরই আমার আগ্রহের জায়গা। আমি খুব গর্বিত ছোটবেলা থেকে রামায়ণের গল্প শুনে বড় হয়েছি। মনে আছে ছোটবেলায় লখনউয়ে বিত্তশালীরা সকালবেলা গুডমর্নিং বলতেন। আর সাধারণ মানুষ বলতেন জয় সিয়া রাম। তাই জয় সিয়া রাম এদেশের সংস্কৃতি। ”

জাভেদ আরও বলেন, ”সিয়া রাম শব্দটি আলাদা নয়, এই দুই শব্দ ভালোবাসা, ঐক্যের প্রতীক।”

তবে শুধু রামায়ণ প্রসঙ্গ নয়, জাভেদের কথায় ”আগে বেশ কিছু মানুষ ছিলেন অসম্ভব অসহিষ্ণু। কিন্তু হিন্দুরা তা ছিলেন না। হিন্দুদের মনে সব সময়ই একটা খোলা আকাশ থাকত। সেটাই যদি নষ্ট হয়ে যায়, তাহলে তো আপনারাও অন্যদের মতো হয়ে যাবেন।”

[আরও পড়ুন: মিমির পরিবারের কালীপুজোয় এবার বলি বন্ধ, ৩০০ বছর পর কষ্টিপাথরে প্রতিষ্ঠিত হবেন দেবী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement