Advertisement
Advertisement

Breaking News

Janhvi Kapoor

হিন্দি বলতে গিয়ে হোঁচট খাচ্ছেন! ভয়ঙ্কর ট্রোলড জাহ্নবী কাপুর

মা শ্রীদেবীর কাছে বকুনি খেয়েও হিন্দি ঠিক হয়নি অভিনেত্রীর!

Janhvi Kapoor Struggles To Speak In Hindi, Netizens trolled
Published by: Sandipta Bhanja
  • Posted:June 8, 2023 1:42 pm
  • Updated:June 8, 2023 1:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তারকা হলেই হল। দিনরাত পাপ্পারাজিদের লেন্সের ফোকাস তাঁদের দিকে। এদিকে পান থেকে চুন খসলেই, যত বড় সুপারস্টারই হোন না কেন, ছেড়ে কথা বলেন না নেটপাড়ার নীতিপুলিশেরা। অতঃপর জাহ্নবী কাপুর যখন হিন্দি বলতে গিয়ে প্রকাশ্যে হোঁচট খান, তখনও তার অন্যথা হল না। মেয়ের হিন্দি উচ্চারণ শুনে একবার লজ্জায় পড়েন শ্রীদেবী নিজেও।

‘ধড়ক’ সিনেমার হাত ধরে ফিল্মি কেরিয়ার শুরু করেছেন জাহ্নবী কাপুর। তারপর থেকে মন্থর গতিতে হলেও বলিউডে ভালই কাজ করে যাচ্ছেন অভিনেত্রী। তবে মা শ্রীদেবীর সৌভাগ্য হয়নি অভিনেত্রী মেয়ের কাজ দেখে যাওয়ার। এবার জাহ্নবীর পুরনো এক ভিডিও ভাইরাল হতেই ফের নেটপাড়া ট্রোল করতে তটস্থ! অভিনেত্রীকে ‘পাঠ পড়াতে’ হুড়োহুড়ি।

Advertisement

অতীতের সেই ভিডিওতে দেখা যাচ্ছে, মা শ্রীদেবীর পাশে বসে রয়েছেন জাহ্নবী। তখনও অভিনেত্রী হিসেবে হাতখড়ি হয়নি তাঁর। সাংবাদিকরা যখন তাঁকে প্রশ্ন ছুঁড়ল, তিনিও কি মায়ের মতোই বড়মাপের অভিনেত্রী হতে চান? হিন্দিতে তার উত্তর দিতে গিয়ে রীতিমতো খাবি খেতে হয় জাহ্নবীকে। খুব কষ্ট করেই আধো আধো উচ্চারণে তিনি বলেন, “আমি ঠিক জানি না। এখন তো সবে স্কুলে পড়ি।”

[আরও পড়ুন: ফিল্মফেয়ার নিয়ে নাসিরুদ্দিনকে খোঁচা? ‘আমার ক্ষমতা নেই’ বিতর্কে জল ঢাললেন মনোজ]

মেয়ের মুখে এমন হিন্দি উচ্চারণ শুনে লজ্জায় পড়ে যান শ্রীদেবী। তৎক্ষণাৎ মেয়ের মুখ থেকে মাইক কেড়ে নিয়ে বলেন, “হিন্দি উচ্চারণের জন্য় খুব বকুনি খায় ও আমার কাছে।” সেই ভিডিও বর্তমানে আরও একবার ভাইরাল হতেই নেটপাড়া ছেকে ধরল! কারও মন্তব্য, “মা শ্রীদেবীকে দেখে শিখতে পারতে, চেন্নাইতে বড় হয়েও তামিল-তেলুগু ভাষা জানা সত্ত্বেও কত ভাল হিন্দি বলেন। কেউ আবার জাহ্নবীকে ‘উচ্চবিত্তের হিন্দি উচ্চারণ’ বলেও কটাক্ষ করেন।

[আরও পড়ুন: ‘রাম-ভক্ত’ প্রযোজক, ‘আদিপুরুষ’-এর ১০ হাজার টিকিট দিচ্ছেন বিনামূল্যে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement