Advertisement
Advertisement

Breaking News

জাহ্নবী কাপুর

তীব্র যানজট, ভিড় ঠেলে হেঁটেই জিমে গেলেন জাহ্নবী কাপুর

রাজকুমার রাওয়ের সঙ্গে সদ্য নতুন ছবির কাজ শুরু করেছেন অভিনেত্রী ।

Janhvi Kapoor starts shoot for RoohiAfza with Rajkummar Rao
Published by: Sandipta Bhanja
  • Posted:June 15, 2019 2:32 pm
  • Updated:June 15, 2019 2:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেলেবকন্যা হলেও কোনও দিনই তাঁর হাবেভাবে তা ফুটে ওঠেনি সেভাবে। শিশুসুলভ, সহজ-সরল, হাসিখুশি… এভাবেই জাহ্নবীকে চেনেন ইন্ডাস্ট্রির সবাই। শখের জামাকাপড় নিয়ে এখনও নাকি বোন খুশির সঙ্গে খুনসুটি লেগেই থাকে তাঁর। দাদা অর্জুন কাপুর এবং দিদি সোনম, অনসুলার চোখের মণি তিনি। দিন কয়েক আগেই ব্যস্ত রাস্তার মাঝে হন হন করে হেঁটে যাচ্ছিলেন। নেই গাড়ি, নেই সেই সেলেবসুলভ ভাব, কোথায় চললেন জাহ্নবী? আর তারকাকে নাগালে পেয়ে সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করার সুযোগ বিন্দুমাত্র হাতছাড়া করেননি পাপারাজিরা। সেই ভিডিওই বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

[আরও পড়ুন:  পুরোদস্তুর অন্য অবতারে ধরা দিলেন জিৎ, প্রকাশ্যে নতুন ছবির টিজার]

Advertisement

সেদিন আসলে জাহ্নবী জিমে যাচ্ছিলেন। রাস্তায় কোনও একটা গাড়ি খারাপ হওয়ায় যানজটের সৃষ্টি হয়েছিল। কিছুক্ষণ গাড়িতে অপেক্ষা করার পর, নেমে হেঁটেই রওনা দিলেন জিমের উদ্দেশে। কালো হট প্যান্ট, টপে দিব্যি লাগছিল দেখতে। ভিডিও ভাইরাল হতে প্রশংসাও কুড়িয়েছেন। উল্লেখ্য, কিছুদিন আগেই জাহ্নবীর জিমের পোশাক নিয়ে ক্যাটরিনা সমালোচনা করেছিলেন। দিদি সোনমও সেই প্রসঙ্গে ক্যাটসুন্দরীকে সুমিষ্ট ভাষায় দু’চার কথা শুনিয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

#jhanvikapoor snapped at her gym.i guess the road was blocked some car trouble hence she had to walk all the way. #viralbhayani @viralbhayani

A post shared by Viral Bhayani (@viralbhayani) on

[আরও পড়ুন:  নতুন ভাষা শিখছেন সানি লিওনে, নেপথ্যের কারণ জানেন?]

‘ধড়ক’ ছবি দিয়ে বলিউডে পা রেখেছিলেন শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর। একটা মাত্র ছবিতেই তাঁর অভিনয় নজর কেড়েছে পরিচালক-প্রযোজকদের। ৩টে ছবি হাতে। সদ্য ‘গুঞ্জন সাক্সেনা‘ বায়োপিকের কাজ শেষ করেছেন। শেষ হতে না হতেই, ১৪ জুন জাহ্নবী শুরু করলেন তাঁর নতুন ছবি ‘রুহিআফজা’-র কাজ। গতকাল সেট থেকেই ক্ল্যাপস্টিকের ছবি শেয়ার করে জানান দিলেন অভিনেত্রী। ‘রুহিআফজা’-তে জাহ্নবীর নায়ক হিসেবে দেখা যাবে রাজকুমার রাওকে। হরর-কমেডি ঘরানার ছবি। এই প্রথম রাজকুমার-জাহ্নবী জুটি বাঁধলেন। পরিচালক হার্দিক মেহেতা। ‘রুহিআফজা’ প্রযোজনা করছেন দীনেশ বিজন। গল্পের প্রেক্ষাপট উত্তরপ্রদেশের মোরাদাবাদ। আগে অবশ্য এ ছবির নাম ছিল ‘রুহআফজা’। তবে, বর্তমানে তা বদলে হয়েছে ‘রুহিআফজা’।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement