সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকদিন আগে মহাত্মা গান্ধী ও বি আর আম্বেদকরের প্রসঙ্গে মন্তব্য করে নেটপাড়ায় কটাক্ষের মুখে পড়েছিলেন শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর (Janhvi Kapoor)। আর এবার যৌনতা নিয়ে মুখ খোলায় নেটিজেনদের হাতে চরম ট্রোলড হলেন জাহ্নবী।
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। এই মুহূর্তে নতুন ছবি ‘মিস্টার অ্য়ান্ড মিসেস মাহি’র প্রচারে ব্যস্ত জাহ্নবী কাপুর। এই ছবিতে রাজকুমার রাওয়ের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। এই ছবির প্রচারেই যৌনতার প্রসঙ্গ ওঠায়, মুখ ফসকে এমনই এক কথা বললেন জাহ্নবী, যা শুনে ঠাট্টা নেটপাড়ায়।
তা ঠিক কী বলেছিলেন জাহ্নবী?
জাহ্নবী বললেন, ”সম্পর্কের ক্ষেত্রে রেড ফ্ল্য়াগ নয়, রেড ক্রশ মাথায় রাখুন। কারণ, প্রেম থাকুক, কিন্তু ক্লিনিক্যাল ব্যাপারটাও মাথায় থাকুক। কেননা, শারীরিক ঘনিষ্ঠতার সময়ে ত্বকের সঙ্গে ত্বক স্পর্শ করলে এইচপিভি (হিউম্যান প্যাপিলোমা ভাইরাস) ছড়িয়ে পড়তে পারে। তবে হ্য়ান্ডশেক বা চুমুতে আপত্তি নেই। যৌনাঙ্গের সঙ্গে যৌনাঙ্গের সংস্পর্শেই সমস্যা।”
জাহ্নবীর মুখে এমন কথা শুনে অনেকেই হতবাক। অনেকেই মনে করছেন, যে চিত্রনাট্য পড়ে একথা জাহ্নবী বলেছেন, তার মানে তিনি বোঝেননি। অনেকে আবার ঠাট্টার সুরে বলেছেন, আপনার জন্মটাও ওই সংস্পর্শে হয়েছে! আসলে, জাহ্নবী কিন্তু সেফ সেক্সের কথাই বলতে চেয়েছিলেন। তবে জাহ্নবীর কোনও কারণেই হয়তো বাক্যটি সম্পুর্ণ করতে পারেননি বলেই দাবি করছেন জাহ্নবী ঘনিষ্ঠরা।
‘মিস্টার অ্য়ান্ড মিসেস মাহি’ গল্পে ক্রিকেটের ২২ গজেই যাদের যে প্রেমকাহিনির শুরুয়াৎ। তবে এক্ষেত্রে স্ত্রীর মাধ্যমে নিজের স্বপ্নপূরণের চেষ্টায় রাজকুমার। ছবিতে জাহ্নবীর চরিত্রের নাম মহিমা এবং রাজকুমারকে দেখা যাবে মহেন্দ্রর ভূমিকায়। ট্রেলারে দু’জনেরই ক্রিকেটার হওয়ার স্বপ্নের উড়ান ঝলক মিলল। সেই সূত্রেই ছবির নাম ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’।
মুক্তি পেয়েছে ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ ছবিটি। দুজনেরই নাম এক। একজন বইপোকা। আরেকজন পেপার, ম্যাগাজিনে মুখ গুঁজে থাকে। সেই মাহি জুটির জন্মছক থেকে অপূর্ণ স্বপ্নও এক। পেশায় ডাক্তার স্ত্রীরও যে ক্রিকেটপ্রেম রয়েছে, তা জানতে পেরে রাজকুমারেরও অপূর্ণ ইচ্ছে চাগাড় দিয়ে ওঠে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.