Advertisement
Advertisement

Breaking News

Janhvi Kapoor

নিখোঁজ জাহ্নবী কাপুর! ভিডিও ঘিরে ঘনীভূত রহস্য

কী হল শ্রীদেবীকন্যার?

Janhvi Kapoor on a mission in Ulajh trailer
Published by: Suparna Majumder
  • Posted:July 17, 2024 11:33 am
  • Updated:July 17, 2024 4:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আম্বানিদের অনুষ্ঠানে বেশ খোশমেজাজে ছিলেন জাহ্নবী কাপুর (Janhvi Kapoor)। কখনও ময়ূর পালকের রঙের পোশাকে, আবার কখনও বডিং হাগিং ড্রেসে কেড়েছেন নজর। প্রেমিক শিখর পাহাড়িয়ার সঙ্গেই তাল মিলিয়ে নেচেওছেন। সেই রেশ কাটতে না কাটতেই ঘোরতর বিপদ। নিখোঁজ শ্রীদেবীকন্যা!

Janhvi
ছবি : ইনস্টাগ্রাম

 

Advertisement

না, ভয় পাওয়ার প্রয়োজন নেই। কারণ এই বিপদ বাস্তবিক নয়। যা হয়েছে, সবই সিনেমার জন্য। আগামীতে সুধাংশু সারিয়া পরিচালিত স্পাই থ্রিলার ‘উলঝ’ সিনেমায় দেখা যাবে জাহ্নবীকে। আর সেখানেই ঘটেছে এই ঘটনা। ছবিতে ভারতীয় বিদেশ মন্ত্রকের উচ্চপদস্থ কর্মী সুহানা ভাটিয়ার চরিত্রে অভিনয় করেছেন জাহ্নবী।

Janhvi-Kapoor-in-Ulajh-1

[আরও পড়ুন: আসছে ‘সোলজার ২’, ববি দেওল কি থাকছেন? তথ্য জানালেন প্রযোজন রমেশ তুরানি]

ইতিমধ্যেই ছবির ট্রেলার প্রকাশ্যে এসেছে। আর তাতেই ঘণীভূত হয়েছে রহস্য। প্রায় আড়াই মিনিটের এই ট্রেলার দেখে যা বোঝা যাচ্ছে সেই অনুযায়ী, লন্ডনের ভারতীয় দূতাবাসে এক চর আছে বলে সন্দেহ গোয়েন্দাদের। এর মধ্যেই সুহানাকে দেশের সর্বকনিষ্ঠ ডেপুটি হাই কমিশনার হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু হাই প্রোফাইল এই কাজ করতে গিয়েই কি ফেঁসে যায় সুহানা? কেন সে ২৪ ঘণ্টা ধরে নিখোঁজ? এই সমস্ত প্রশ্নের উত্তর সিনেমা হলে পাওয়া যাবে আগামী ২ আগস্ট। সেদিনই সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘উলঝ’।

উল্লেখ্য, এদিনই আবার সিনেমা হলে মুক্তি পাবে অজয় দেবগন, তাব্বু অভিনীত ‘অউরো মে কাহা দম থা’ (Auron Mein Kahan Dum Tha)। প্রথমে এই সিনেমাটি ৫ জুলাই মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু ২৭ জুন থেকে আবার বেশ ভালো ব্যবসা করছিল প্রভাস, অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন, কমল হাসান অভিনীত ‘Kalki 2898 AD’। এই কারণেই নাকি সিনে ডিস্ট্রিবিউটাররা অজয়-তাব্বুর রোম্যান্টিক ছবির মুক্তির তারিখ পিছিয়ে দেওয়ার অনুরোধ জানান। এই অনুরোধ রেখেই ‘অউরো মে কাহা দম থা’র মুক্তির দিন ২ আগস্ট ধার্য করা হয়।

Ajay Devgn, Tabu starrer Auron Mein Kahan Dum Tha gets new release date

[আরও পড়ুন:  দেশের পর এবার লন্ডনে অনন্ত-রাধিকার ওয়েডিং পার্টি! কী কী হবে টেমস নদীর তীরে?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement