Advertisement
Advertisement
Janhvi Kapoor

‘সিনেমায় নেই! আম্বানিদের বিয়েতে ফুল অ্যাটেন্ডেন্স’, কটাক্ষের শিকার সুন্দরী জাহ্নবী

প্রেমিক শিখরের হাত ধরে আন্তেলিয়ার শিবশক্তি পুজোয় জাহ্নবী কাপুর।

Anant-Radhika Wedding: Janhvi Kapoor attends Anant Ambani's Shiva Shakti Puja with Shikhar Pahariya

ছবি : ইনস্টাগ্রাম

Published by: Sandipta Bhanja
  • Posted:July 11, 2024 2:04 pm
  • Updated:July 11, 2024 4:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের সঙ্গীত, গায়ে হলুদের অনুষ্ঠানে বলিউডের ‘ফুল অ্যাটেন্ডেস’। রাত পোহালেই বিয়ে। তার প্রাক্কালেই আন্তেলিয়ায় অনন্ত-রাধিকার মঙ্গলকামনায় শিবশক্তি পুজোর আয়োজন হয়েছিল বুধবার রাতে। যেখানে একছাদের তলায় হাজির হয়েছিল নবীন-প্রবীণ মিলিয়ে প্রায় গোটা বলিউড। অমিত ত্রিবেদীর কণ্ঠে ‘নমো নমো’ গানেই জমে ওঠে ভক্তির আসর। গোটা দেশের নজর বর্তমানে এই মেগাবাজেট বিয়ের দিকে। প্রশংসার পাশাপাশি কটাক্ষ-চর্চারও অন্ত নেই অবশ্য! এবার আম্বানিদের রেড কার্পেটে গিয়ে খোঁটা শুনতে হল জাহ্নবী কাপুরকে (Janhvi Kapoor)।

Advertisement

বুধবার আন্তেলিয়ার শিবশক্তি পুজোয় ‘প্রেমিক’ শিখর পাহাড়িয়ার হাত ধরে হাজির হয়েছিলেন শ্রীদেবীকন্যা। এদিনের অনুষ্ঠানের জন্যও ভিন্ন ট্র্যাডিশনাল লুকে দেখা গেল জাহ্নবীকে। পরনে ফ্যাশন ডিজাইনার অনমিকা খান্নার বহুমূল্য মাল্টিকালার এমব্রয়ডারি লেহেঙ্গা। গোটা পোশাকে মিররওয়ার্ক। তার সঙ্গে মানানসই গয়না। আন্তেলিয়ার রেড কার্পেটে জাহ্নবী কাপুরের এই ‘লক্ষ টাকার লুক’ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। সোশাল পাড়ার লাইমলাইটেও বটে। তবে নেটপাড়ার নীতিপুলিশদের একাংশের আবার এতেও আপত্তি! অতঃপর অভিনেত্রীকে খোঁচা দিতেও পিছপা হলেন না। তাঁদের কথায়, ‘সিনেমার পর্দার থেকেও তো আপনাকে বেশি আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে দেখা যায়।’ তবে একাংশ আবার জাহ্নবীর সৌন্দর্যের প্রশংসায় পঞ্চমুখ। কেউ বা আবার অভিনেত্রীর প্রেমিক শিখরের দায়িত্বজ্ঞান দেখেও প্রশংসায় ভরিয়ে দিলেন।

[আরও পড়ুন: ১৫ জুলাই বিয়ে শোভন-সোহিনীর, ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সাক্ষী রেখেই এক হবে চার হাত]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Manav Manglani (@manav.manglani)

বুধবার তারকাখচিত শিবশক্তি পুজোর অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সঞ্জয় দত্ত, রণবীর সিং, অনন্যা পাণ্ডে, সস্ত্রীক অ্যাটলি কুমার, সানায়া কাপুর, মানুষী চিল্লার, কৈলাস খের, মহেন্দ্র সিং ধোনি এবং তাঁর স্ত্রী সাক্ষী। এসেছিলেন রাজকুমার হিরানিও। অনুষ্ঠান শেষে পাপারাজ্জিদেরজন্য প্রসাদও পাঠালেন মা নীতা আম্বানি। এদিন নরনারায়ণ সেবাও দেন আম্বানিরা। রাত পোহালেই শুক্রবার শুভলগ্নে বিয়ের অনুষ্ঠান। সেই প্রেক্ষিতেই এখন নিত্যদিন আন্তেলিয়ায় বলিউড তারকাদের আনাগোনা।

[আরও পড়ুন: রণবীরের সামনেই অন্তঃসত্ত্বা দীপিকার পেটে হাত বোলাচ্ছেন ওরি, দেখে রেগে কাঁই নেটপাড়া!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement