সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেমা থেকে সিরিজ। টলিপাড়ায় জ্যামি বন্দ্যোপাধ্যায় মানেই ছবির পর্দায় কমেডি থেকে অ্যাকশন। অঙ্কুশের মির্জা ছবিতে তো বৃহন্নলার বেশে চমকে দিয়েছিলেন জ্যামি। তবে এবার বাংলা ছবিতে নয়, হিন্দি ছবিতে পা রাখতে চলেছেন অভিনেতা। হ্যাঁ, পরিচালক প্রাঞ্জল চক্রবর্তীর হিন্দি থ্রিলার ছবি ‘জাযা’তে দেখা যাবে জ্যামিকে। তাঁর হতেই এগোবে এই ছবির গল্প।
‘জাযা’ একটি আরবি শব্দ যার অর্থ প্রতিশোধ। কীসের প্রতিশোধ? শঙ্কর শর্মা রোজ সকালে উঠে বাড়ি থেকে বেরিয়ে এক ব্যক্তিকে অনুসরণ করে। যাকে অনুসরণ করে সে একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী। থাকে শহরের উচ্চবিত্ত এলাকায়। শঙ্কর প্রতিদিন তাকে অনুসরণ করে এবং অনেক রাতে বাড়ি ফিরে নিজের ল্যাপটপে কাজ করে। এই ব্যবসায়ীর চরিত্রেই দেখা যাবে জ্যামিকে।
ছবি নিয়ে কথা বলতে গিয়ে, জ্যামি জানিয়েছেন, ” এই ছবিতে আমি অনেকগুলো দায়িত্বে ছিলাম। এখানে ক্রিয়েটিভ ডিরেক্টরের দায়িত্বও আমাকে নিতে হয়েছে। তবে লুক নিয়ে কিছুটা সমস্যা ছিল। ফ্ল্যাশব্যাকে যে লুকে আমাকে দেখা যাবে সেটা আনতে পাঁচ-ছয় মাস আমাকে অপেক্ষা করতে হয়েছে। কারণ আমার অন্য প্রজেক্ট ছিল। লুক বদলাতে সময় লেগেছে। আট মাস লেগেছে আমাদের শুটিং করতে। গল্পটা একদম অন্য ধরনের। আশা করব দর্শকের ভালো লাগবে। ”
তবে শুধুই পরিচালনা নয়, ছবির গল্প ও চিত্রনাট্যও লিখেছেন প্রাঞ্জল। জানা গিয়েছে, ফ্রেবুয়ারি বা মার্চ মাসে ওটিটিতে মুক্তি পাবে এই ছবি। ছবিতে জ্যামি ছাড়াও রয়েছেন বলরাম পাণ্ডে, স্বাতী মুখোপাধ্যায়, উড়জা এম, রিয়া সাহা, সুমা দে, সৌমিত্র চক্রবর্তী। ইউনিক প্রযোজনা সংস্থার ব্যানারেই তৈরি হচ্ছে এই ছবি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.