Advertisement
Advertisement
Jamie Dornan

বিষাক্ত শুঁয়োপোকার কারণে হার্ট অ্যাটাক! হাসপাতালে ‘ফিফটি শেডস অফ গ্রে’র নায়ক

পর্তুগালে বেড়াতে গিয়েছিলেন হলিউড তারকা।

Jamie Dornan was reportedly hospitalized with heart attack-like symptoms caused by toxic caterpillars | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:January 23, 2024 6:48 pm
  • Updated:January 23, 2024 6:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গিয়েছিলেন বেড়াতে। আচমকা বিপত্তি। বিষাক্ত শুঁয়োপোকার কারণে অসুস্থ হয়ে পড়েন হলিউড তারকা জেমি ডরন্যান (Jamie Dornan)। হার্ট অ্যাটাকের মতো লক্ষণ দেখা দেয় তাঁর শরীরে। সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে।

Jamie-Dornan-2

Advertisement

জেমির অসুস্থতার খবর জানান তাঁর বন্ধু গর্ডন স্মার্ট। জেমির সঙ্গেই পর্তুগালে বেড়াতে গিয়েছিলেন তিনি। গর্ডন জানান, এক গলফ রিসর্টে ছিলেন তাঁরা। প্রথমে গর্ডনের শরীর খারাপ হতে শুরু করে। একটা হাত অসাড় হতে থাকে। বিপদ বুঝে হাসপাতালে খবর দেন তিনি। এর কিছুক্ষণ পরই জেমির শরীর খারাপ হতে শুরু করে।

[আরও পড়ুন: পরিচালকের সঙ্গে তুমুল ফাইট দীপিকার? মুক্তির আগেও ‘ফাইটার’-এর প্রচারে নেই নায়িকা]

জেমি গর্ডনকে জানান, তাঁর বাঁ হাত অসাড় হয়ে যাচ্ছে। আস্তে আস্তে অভিনেতার বাম পা, তার পর ডান পাও অসাড় হয়ে যায়। হার্ট অ্যাটাকের মতো লক্ষণ দেখা যেতে থাকে। অ্যাম্বুল্যান্সে করে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সঠিক সময়ের চিকিৎসায় আপাতত স্থিতিশীল জেমি ও গর্ডন। হাসপাতাল থেকে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। তবে পুরোপুরি সুস্থ হতে আরও কিছুটা সময় লাগবে বলেই খবর।গর্ডন জানান, প্রথমে তিনি ভেবেছিলেন, রাতে অতিরিক্ত মদ্যপান করার কারণে এমনটা হয়েছে। কিন্তু পরে তাঁরা জানতে পারেন এর কারণ বিষাক্ত শুঁয়োপোকা। যা পর্তুগালে পাওয়া যায়। এর ছোঁয়ায় এমন হার্ট অ্যাটাকের লক্ষণ দেখা যেতে পারে।

Jamie-Dornan-3

মডেলিংয়ের মাধ্যমে কেরিয়ার শুরু করেছিলেন জেমি। ‘ফিফটি শেডস অফ গ্রে’ ছবিতে ক্রিশ্চিয়ান গ্রের চরিত্রে অভিনয় করে তিনি তুমুল জনপ্রিয়তা পান। জেমি আর ডাকোটা জনসনের জুটি দর্শকদের বেশ পছন্দের। পরবর্তীকালে ‘ফিফটি শেডস ডার্কার’ ও ‘ফিফটি শেডস ফ্রিড’ও জনপ্রিয়তা পায়। আলিয়া ভাটের প্রথম হলিউড ছবি ‘হার্ট অফ স্টোন’-এ পার্কারের চরিত্রে অভিনয় করেছেন জেমি।

[আরও পড়ুন: ‘ভেবেচিন্তে কথা বলুন…’, রামলালার প্রাণপ্রতিষ্ঠার দিনই কেন এমন কথা মিঠুনের মুখে?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement