সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জ্যাকলিনের জন্য জেলে বসেই নবরাত্রির উপোস করেছিলেন ঠগ সুকেশ চন্দ্রশেখর। তবে সুকেশ সারাদিন জ্যাকলিনের নাম জপলেও, জ্যাকলিন কিন্তু একেবারেই এসব পাত্তা দেন না। বরং সুকেশের থেকে পিছু ছাড়ানোর জন্য়ই নানা ফন্দি আঁটেন জ্যাকলিন।
তবে এবার ফন্দি নয়, বরং জীবনে ওঠা ঝড়কে থামাতে এবার কেদারনাথে পৌঁছলেন জ্যাকলিন। তুষারপাতের মধ্য়েই কেদারনাথে পুজো দিলেন অভিনেত্রী।
প্রসঙ্গত, ২০০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত সুকেশ। তার সঙ্গে সম্পর্কের জেরেই আইনি জটিলতায় জড়াতে হয়েছে জ্যাকলিনকে। যদিও এর আগে আদালতে সুকেশ দাবি করে, ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় জ্যাকলিন কোনওভাবেই জড়িত নন। বিচারকের সামনে সুকেশ তখন বলেছিল, “জ্যাকলিন এই মামলার অংশ নয়, ওর কোনও চিন্তা নেই। আমি ওকে বাঁচানোর জন্যই এখানে আছি।” যদিও সুকেশ প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছেন জ্যাকলিন। এ বিষয়ে একটিও মন্তব্য খরচ করতে তিনি রাজি নন।
View this post on Instagram
আপাতত তিহার জেলে বন্দি সুকেশ (Sukesh Chandrashekhar)। সেখান থেকেই জ্যাকলিনকে একের পর এক চিঠি পাঠিয়ে চলেছে। এবার জ্যাকলিনকে বাঘিনী বলে সম্বোধন করে লেখেন, “বেবি প্রথমেই বলি দোহার শোয়ে তোমায় দারুণ হট লাগছিল। আমার বম্মা তোমার থেকে সুন্দর এ পৃথিবীতে আর কেউ নেই।”
এরপরই সুকেশ লেখে, “জীবনে এই প্রথমবার শুধু তোমার জন্য নবরাত্রির ৯ দিন উপোস করব যাতে তুমি ভালো থাকো আর আমাদের চারপাশের সমস্ত নেগেটিভিটি দূর হয়ে যায়।” নবরাত্রির নবম দিলে বৈষ্ণো দেবী আর মহাকালেশ্বর মন্দিরে পুজো দেবে বলেও জানায় সুকেশ। কঠিন এই সময় কেটে যাবে, এমনটাই বিশ্বাস তার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.