Advertisement
Advertisement
Antim Trailer

দিওয়ালির পরই বক্স অফিস কাঁপাতে আসছেন সলমন খান, প্রকাশ্যে ‘অন্তিম’ ছবির ট্রেলার

শিখ পুলিশ অফিসারের চরিত্রে 'দাবাং' মেজাজে ভাইজান।

It's Salman Khan Vs Aayush Sharma in ANTIM: The Final Truth, see the trailer | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:October 25, 2021 8:32 pm
  • Updated:January 21, 2022 10:44 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিওয়ালি (Diwali 2021) ৪ নভেম্বর। তবে বক্স অফিসে উৎসব হতে চলেছে ২৬ নভেম্বর। সেদিনই বড়পর্দায় মুক্তি পাচ্ছে সলমন খান ও আয়ুষ শর্মা জুটির ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ (ANTIM: The Final Truth)। সোমবার প্রকাশ্যে এল ছবির ট্রেলার। 

 

Advertisement

ছবিতে শিখ পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন সলমন (Salman Khan)। নাম রাজবীর সিং। রাহুলিয়া নামে মস্তানের ভূমিকায় রয়েছেন আয়ুষ শর্মা (Aayush Sharma)। পরিচালক মহেশ মাঞ্জরেকরকেও ট্রেলারের একটি দৃশ্যে দেখা গিয়েছে।  এছাড়াও রয়েছেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মহিমা মাকওয়ানা, নিকিতিন ধীর, শচীন খেদকর। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন বাংলার যিশু সেনগুপ্ত (Jisshu Sengupta)। তবে ট্রেলারে তাঁর ঝলক দেখা যায়নি। 

Jisshu Sengupta in Antim

[আরও পড়ুন: নিয়ম মানতে শেখাবে ছোটরাই, স্কুল খোলার সিদ্ধান্তকে স্বাগত জানালেন সুদীপ্তা চক্রবর্তী]

মারাঠি ক্রাইম ড্রামা ‘মুলশি প্যাটার্ন’-এর অনুপ্রেরণায় তৈরি হয়েছে ‘অন্তিম’। ছবির পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন মহেশ মঞ্জরেকর (Mahesh Manjrekar)। ২০১৮ সালে মুক্তি পেয়েছিল মারাঠি সিনেমাটি। সেই কাহিনিকেই নতুন আঙ্গিকে হিন্দি সিনেমার দর্শকদের সামনে তুলে ধরছেন মহেশ। আর তাতে ভরপুর অ্যাকশন থাকছে। অন্তত ট্রেলারে তেমন আভাসই পাওয়া যাচ্ছে। 

 

২০১৯ সালে সিনেমা হলে মুক্তি পায় সলমন খানের ‘দাবাং ৩’।  তার প্রায় দেড় বছর বাদে মুক্তি পায় ‘রাধে’। তবে ‘রাধে’র ক্ষেত্রে হাইব্রিড রিলিজের পথে হেঁটেছিলেন সলমন।  করোনা (Coronavirus) পরিস্থিতিতে কিছু জায়গায় সিনেমা হলে মুক্তি পেয়েছিল ছবিটি। কিন্তু বেশিরভাগ দর্শক তা Zee Plex ওয়েব প্ল্যাটপর্মেই দেখেন। তবে বহুদিন পর সিনেমা হলের দরজা খুলেছে। ৫০ শতাংশ দর্শক বসার অনুমতি রয়েছে। তাতেও পুজোর মরশুমে একাধিক সিনেমার শো হাউসফুল হয়েছে।  এমন পরিস্থিতিতেই ধুমধাম করে ‘অন্তিম’-এর ট্রেলার লঞ্চ করলেন সলমন খান। সঙ্গে ছিলেন সহ-অভিনেতা তথা ভগ্নীপতি আয়ুষ শর্মা, নায়িকা মহিমা মাকওয়ানা এবং পরিচালক মহেশ মাঞ্জরেকর।  

[আরও পড়ুন: ‘আরিয়ান মামলা থেকে সরাতে গ্রেপ্তার করা হতে পারে আমাকে’, আশঙ্কা সমীর ওয়াংখেড়ের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement