Advertisement
Advertisement

Breaking News

What Jhumka

‘ঝুমকা গিরা রে…’! ‘রকি অউর রানি’র গানে ফের অরিজিৎ ম্যাজিক, রণবীর-আলিয়ার ঠুমকা

এবার ছ'য়ের দশকের স্মৃতি ফেরালেন জিয়াগঞ্জের ভূমিপুত্র।

It's Arijit Singh magic again in What Jhumka song of Rocky Aur Rani Kii Prem Kahaani | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:July 12, 2023 1:34 pm
  • Updated:July 12, 2023 1:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘তুম কেয়া মিলে’র পর ফের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র গানে অরিজিৎ সিংয়ের ম্যাজিক। এবার ছ’য়ের দশকের ‘ঝুমকা গিরা রে…’ গানের স্মৃতি ফেরালেন জিয়াগঞ্জের ভূমিপুত্র। তাঁর আর জোনিতা গান্ধীর গানের জমিয়ে ঠামকা লাগিয়েছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন।

Rocky-Aur-Rani

Advertisement

‘রকি অউর রানি কি প্রেমকাহিনি’র সুবাদেই বছর পাঁচেক বাদে ফের পরিচালকের আসনে বসেন করণ জোহর। ছবির সংগীত পরিচালনার দায়িত্ব প্রীতমের উপরে দেন তিনি। ইতিমধ্যেই প্রথম গান ‘তুম কেয়া মিলে’ বিভিন্ন মিউজিক প্ল্যাটফর্মগুলির টপ চার্টে রয়েছে। সেখানে শ্রেয়া ঘোষালের সঙ্গে জুটি বেঁধেছিলেন অরিজিৎ। এবার ‘হোয়াট ঝুমকা?’ তাঁর সঙ্গী জোনিতা গান্ধী। গানের মধ্যেই পুরনো ‘ঝুমকা গিরা রে…’র মিউজিক ব্যবহার করা হয়েছে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Alia Bhatt 💛 (@aliaabhatt)

[আরও পড়ুন: অপরাজিতার ভাড়াটে মধুমিতা! হলেন নায়িকার ‘লাভগুরু’ও, ‘চিনি ২’-র ট্রেলারে দুষ্টু-মিষ্টি চমক]

‘গাল্লি বয়’ ছবির পর করনের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে ফের জুটি বাঁধলেন রণবীর এবং আলিয়া। টিজার প্রকাশের পর অনেকেই মনে করেছিলেন ‘কভি খুশি কভি গম’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কভি অলবিদা না কহেনা’র ম্যাজিককে মুঠিবদ্ধ করে রকি-রানির প্রেমের গল্পে মিশিয়েছেন। তবে ট্রেলারের মেজাজ ছিল ভিন্ন। সেখানে আবার রণবীর-আলিয়ার অনস্ক্রিন রসায়নই বেশি প্রাধান্য পেয়েছে।

Rocky-Aur-Rani-1

এমনিতেই করণের এই ছবি নিয়ে বাঙালি দর্শকদের উৎসাহটা একটু বেশি। কেননা, এই ছবিতে বাঙালি মেয়ের চরিত্রে রয়েছেন আলিয়া। শুধু তাই নয়, টলিউডের দুই জনপ্রিয় তারকা চূর্ণী গঙ্গোপাধ্যায় ও টোটা রায় চৌধুরীও অভিনয় করেছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। তাছাড়া বহুদিন বাদে এই ছবিতে দেখা যাবে ধর্মেন্দ্র, জয়া বচ্চন ও শাবানা আজমিকে। আগামী ২৮ জুলাই সিনেমা হলে মুক্তি পাবে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’।

[আরও পড়ুন: OMG! ‘জওয়ান’ শাহরুখের ‘বেকারার’ ভিডিওর এ কী হাল! হাসি থামছে না স্মৃতি ইরানির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement