Advertisement
Advertisement

Breaking News

Pushpa 2 vs Singham Again

বলিউড ভার্সাস সাউথ! বক্স অফিসে মুখোমুখি ‘পুষ্পা ২’ আর ‘সিংহম এগেইন’, জিতবে কে?

আগামী বছরের স্বাধীনতা দিবসেই ধুন্ধুমার লড়াই।

It’s Ajay Devgn's Singham Again vs Allu Arjun's Pushpa 2 at Independence Day 2024 | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:September 11, 2023 8:09 pm
  • Updated:September 11, 2023 8:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাকে ছেড়ে কাকে দেখবে! সব ঠিকঠাকভাবে এগোলে, আগামী বছরের স্বাধীনতা দিবসে এমন অবস্থা হতে চলেছে দর্শকদের। কারণ একই দিনে মুক্তি পেতে চলেছে আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’ (Pushpa 2) এবং অজয় দেবগনের ‘সিংহম এগেইন’।

Pushpa-2

Advertisement

‘পুষ্পা! পুষ্পা রাজ ঝুঁকে গা নেহি’, ২০২১ সাল থেকেই এই সংলাপ সারা দেশের সিনেপ্রেমীদের মুখে। আল্লু অর্জুনের নাচের স্টাইল কপি করেননি এমন অনুরাগী পাওয়া দুষ্কর। ছবির দ্বিতীয়ভাগ কবে আসবে? তা নিয়ে বিস্তর হইচই। এতে আবার ঘৃতাহুতি দিয়েছিল ‘পুষ্পা ২: দ্যা রুল’-এর (Pushpa 2 : The Rule) অফিশিয়াল পোস্টার। যা আল্লু অর্জুনের জন্মদিনেই প্রকাশ্যে এসেছিল। সোমবার ছবির মুক্তির তারিখ জানানো হয়। আর তা হল ২০২৪ সালের ১৫ আগস্ট।

[আরও পড়ুন: মাত্র চার দিনেই পাঁচশো কোটি পার, সারা বিশ্বে ‘জওয়ান’ শাহরুখের ঝোড়ো ইনিংস]

এখানেই লড়াইয়ের সূত্রপাত। কারণ এই একই দিনে সিনেমা হলে মুক্তি পেতে চলেছে অজয় দেবগনের ‘সিংহম এগেইন’ (Singham Again)। বলতে গেলে বলিউডে ‘কপ ইউনিভার্স’-এর শুরুটা রোহিত শেট্টির ‘সিংহম’-এর হাত ধরেই এসেছিল। তারপর আসে ‘সিংহম রিটার্নস’। আবারও সুপারহিট হয় অজয়-রোহিত জুটি। এবার ‘সিংহম এগেইন’-এর পালা।

Sinham-Again

গত জানুয়ারিতে খোদ অজয়ই জানিয়েছিলেন ছবির ব্যাপারে। তবে তখনও বিষয়টা ছিল চিত্রনাট্য শোনার মধ্যেই সীমাবদ্ধ। যদিও তাতেই উচ্ছ্বসিত ছিলেন অনুরাগীরা। এর আগে শোনা গিয়েছিল, ২০২৪ সালের আগস্টেই বড়পর্দা কাঁপাতে ‘সিংহম’ হয়ে আসবেন অজয়। সোমবার চলচ্চিত্র বিশেষজ্ঞ তরণ আদর্শ নিশ্চিতভাবেই জানান, ‘পুষ্পা ২’র সঙ্গেই মুক্তি পাবে অজয়-রোহিতের ছবি।

 

[আরও পড়ুন: এক সময় ছিলেন ভুটানের রাজার বিশ্বস্ত সৈনিক, ‘জওয়ান’ শাহরুখের ‘জুজু’র গল্প জানেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement