সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবি নিয়ে তরজা অব্যাহত। নিজের মন্তব্যের জন্য এবার ক্ষমা চাইলেন ইজরায়েলি পরিচালক নাদাভ লাপিড। কাউকে আঘাত করা তাঁর লক্ষ্য ছিল না বলেই দাবি পরিচালকের। নাদাভ লাপিড বলেন, “আমি কাউকে অপমান করতে চাইনি। যাঁরা সত্যিই এই দুর্দশার স্বীকার হয়েছেন তাঁদের আত্মীয়দের অসম্মান করা আমার লক্ষ্য ছিল না। আমি সত্যিই ক্ষমাপ্রার্থী।”
ঘটনার সূত্রপাত হয় গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (IFFI2022)। উৎসবে জুরি প্রধানের ভূমিকা পালন করেছেন নাদাভ লাপিড। ইফি’র শেষদিনে বক্তব্য রাখতে গিয়ে মার্চে মুক্তি পাওয়া ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমাকে অশ্লীল আখ্যা দেন তিনি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে সিনেমাটি তৈরি করা হয়েছে বলেও মন্তব্য করেন। ইজরায়েলি পরিচালকের এমন মন্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তাঁর মন্তব্যে থাকা ‘ভালগার’ এবং ‘প্রোপাগান্ডা’ শব্দ দু’টি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। অভিনেতা অনুপম খের থেকে দর্শন কুমার আবার পরিচালক বিবেক অগ্নিহোত্রী সকলেই ইজরায়েলি পরিচালককে একহাত নেন। ছবির কোনও দৃশ্য, সংলাপ কিংবা প্রেক্ষাপট মিথ্যে প্রমাণ করতে পারলে সিনেমা আর তৈরি করবেন না বলে পালটা চ্যালেঞ্জ ছুঁড়ে দেন বিবেক।
ইজরায়েলি পরিচালকের এহেন মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নেন সেদেশের রাষ্ট্রদূত নাওর গিলন (Naor Gilon)। টুইটে তিনি লেখেন, “একজন মানুষ হিসাবে আমি লজ্জিত। ইজরায়েলি পরিচালকের এরকম দুর্ব্যবহারের জন্য ক্ষমাপ্রার্থী।”
The friendship between the people and the states of India and Israel is very strong and will survive the damage you have inflicted.
As a human being I feel ashamed and want to apologize to our hosts for the bad manner in which we repaid them for their generosity and friendship.— Naor Gilon (@NaorGilon) November 29, 2022
তবে এত কিছুর পরেও নিজের মন্তব্যে অনড় ছিলেন খোদ নাদাভ লাপিড (Nadav Lapid)। একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “ছবিটি সত্যিই উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি করা হয়েছে। তবে তা সত্ত্বেও ছবিটি অসাধারণ বলব। কারণ, দর্শকেরা পরিচালকের আসল উদ্দেশ্যকে ধরতে পারেননি। আমার যা মনে হয়েছে বা যা দেখেছি সেটা বলাই দায়িত্ব। একা আমি নই। জুরি বোর্ডে থাকা অন্যান্য সদস্যরা ছবিটি নিয়ে ঠিক একইরকম মন্তব্য করেছে। তবে তাঁরা ভীত, সন্ত্রস্ত তাই প্রকাশ্যে মুখ খোলেননি।” তবে এই মন্তব্যের পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই নিজের মন্তব্যের জন্য ক্ষমাপ্রার্থনা করলেন পরিচালক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.