Advertisement
Advertisement
Israel Vs Hamas

ইজরায়েল-হামাস যুদ্ধে প্রতিবাদের ভাষা কবিগুরুর কবিতা, বোনের নির্মম হত্যায় কাতর অভিনেত্রী

'চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির', শব্দই হয়ে উঠল প্রতিবাদের আধার।

Israel Vs Hamas: Actress Madhura Naik Claims her Sister, Brother in Law Killed | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:October 11, 2023 11:55 am
  • Updated:October 11, 2023 11:55 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্যালেস্টাইনের জঙ্গি গোষ্ঠী হামাসের হামলায় যুদ্ধবিধ্বস্ত ইজরায়েল। মৃত্যুর সংখ্যা তিন হাজার পেরিয়ে গিয়েছে। অশান্ত এই পরিস্থিতিতে পরিবারের সদস্যকে হারালেন অভিনেত্রী মধুরা নায়েক (Madhura Naik)। সন্তানদের সামনেই নির্মমভাবে হত্যা করা হয়েছে তাঁর বোন ও জামাইবাবুকে। ইনস্টাগ্রাম ভিডিওতে এমনটাই জানিয়েছেন অভিনেত্রী। পাশাপাশি হামাসের হামলার প্রতিবাদে কবিগুরুর কবিতা পাঠ করেও শুনিয়েছেন তিনি।

Madhura-2

Advertisement

ইজরায়েল (Israel) ও প্যালেস্টাইনের দ্বন্দ্ব নতুন কিছু নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে আরবভূমির বুকে তৈরি ইহুদি দেশটিকে জন্মলগ্ন থেকেই ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে পড়শি মুসলিম দেশগুলোর। এপর্যন্ত একাধিক যুদ্ধও হয়েছে দুপক্ষের মধ্যে। ফের নতুন করে প্যালেস্টাইনের জঙ্গি গোষ্ঠী হামাসের হামলার পরে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে যায়। হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মধুরা নিজে জিউ সম্প্রদায়ের। অভিনেত্রী জানান, গত রবিবার সন্তানদের সামনেই তাঁর বোন ওডায়া ও তাঁর স্বামীকে নির্মমভাবে হামাসের দুষ্কৃতিরা খুন করেছে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Madhura Naik 🧿 (@madhura.naik)

[আরও পড়ুন: ‘জওয়ান’ নিয়ে অভিমানে বলিউড ত্যাগ! নয়নতারার মানভঞ্জন করে বলিউডে ফেরাচ্ছেন কে?]

বোনের ছবি পোস্ট করে এই দুঃখের খবর জানিয়েছিলেন। কিন্তু তাঁকে এর জন্য প্রবলভাবে কটাক্ষের শিকার হতে হয়। এ কাজ ইচ্ছাকৃতভাবেই করা হচ্ছে বলে জানান অভিনেত্রী। ইজরায়েল জ্বলছে, শিশু, মহিলা, বৃদ্ধ, অসহায়, দু্র্বলদের টার্গেট করে অত্যাচার করা হচ্ছে। এমনই অভিযোগ মধুরার।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Madhura Naik 🧿 (@madhura.naik)

অভিনেত্রী জানান, তিনি কোনও ধরনের সন্ত্রাসকেই সমর্থন করেন না। কিন্তু বর্তমান পরিস্থিতিতে পুরোপুরিবাবে ইজরায়েলের পাশে রয়েছেন। “সেলফ ডিফেন্স সন্ত্রাস নয়”, এমন কথাও বলেন মধুরা। ইজরায়েলের সরকারের কাছে অনুরোধ করেন, নাগরিকদের বাঁচাতে যেন যেকোনও পদক্ষেপ নেওয়া হয়। এর পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরের “চিত্ত যেথা ভয়শূন্য” কবিতা পাঠ করে শোনান তিনি।

[আরও পড়ুন: জন্মদিনের রাতে ভক্তদের দেখা দিলেন অমিতাভ, খালি পায়েই এলেন ‘শাহেনশা’, কেন জানেন? ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement