সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলার ‘জয় বাংলা’ স্লোগান এবার বলিউড সিনেমায়। স্বাধীনতা দিবসেই প্রকাশ্যে এল ঈশান খট্টর, ম্রুণাল ঠাকুর, প্রিয়াংশু পাইনিওলি অভিনীত ‘পিপ্পা’র টিজার (Pippa Teaser)।
১৯৭১-এ ভারত পাশে থাকায় পাকিস্তানের কবল থেকে মুক্তি পেয়েছিল বাংলাদেশ। মুক্তিযোদ্ধাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছিল ভারতীয় সেনা। এমনই এক সংগ্রামী অতীত গরিবপুরের যুদ্ধ। যা একাত্তরের যুদ্ধে ভারত-বাংলাদেশ যৌথবাহিনীর জয়ের ভিত গড়েছিল। প্রায় ভুলতে বসা সেই অতীতকেই সিনেমার পর্দা নিয়ে আসছেন দুই প্রযোজক সিদ্ধার্থ রায়কাপুর (Siddharth Roy Kapur) ও রনি স্ক্রুওয়ালা (Ronnie Screwvala)।
৪৫ ক্যালিভারির ১৪ পিটি-৭৬ ট্যাঙ্ক এর একটি স্কোয়াড্রনের সাহায্যে ১৪-পঞ্জাব ব্যাটেলিয়ন গরিবপুরের পাকিস্তানি দুর্গের ভিতর প্রবেশ করে। ১০৭ পাক পদাতিক বিগ্রেড তাৎক্ষণিকভাবে এই আক্রমণ প্রতিহত করে। কিন্তু পঞ্জাব ব্যাটেলিয়ানের আগ্রাসী মনোভাবের সঙ্গে বেশিক্ষণ পাল্লা দিতে পারেনি পাক সৈন্যরা। এই যুদ্ধেই ৪৫তম ক্যাভলরি ট্যাঙ্কের স্কোয়াড্রন ছিলেন ব্রিগেডিয়ার বলরাম সিং মেহতা। ঐতিহাসিক এই চরিত্রে অভিনয় করেছেন ঈশান খট্টর। ছবির বেশ কিছু অংশের শুটিং বর্ধমানের আউশগ্রামের জঙ্গলমহলে হয়েছে।
গরিবপুরের যুদ্ধের অভিজ্ঞতা নিজের ‘দ্য বার্নিং চাফিস’ উপন্যাসে লিপিবদ্ধ করেছিলেন ব্রিগেডিয়ার বলরাম সিং মেহতা। সেই উপন্যাসের প্রেক্ষাপটেই চিত্রনাট্য সাজিয়েছেন রবিন্দের রানধাওয়া, তন্ময় মোহন এবং রাজা কৃষ্ণ মেনন। ঈশান, প্রিয়াংশু, ম্রুণাল ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন সোনি রাজদান। সুরের দায়িত্ব সামলেছেন এ আর রহমান। আগামী ২ ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পাবে ছবিটি।
ISHAAN KHATTER – MRUNAL THAKUR: ‘PIPPA’ TEASER OUT NOW… From the makers of #RangDeBasanti and #Uri and director of #Airlift… Team #Pippa – the 1971 war film starring #IshaanKhatter, #MrunalThakur, #PriyanshuPainyuli and #SoniRazdan – unveils #PippaTeaser. pic.twitter.com/Wi1XGUYySy
— taran adarsh (@taran_adarsh) August 15, 2022
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.