সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘অ্যানিম্যাল’ সিনেমার খাতিরে রাতারাতি ন্যাশনাল ক্রাশের খেতাব পেয়েছিলেন তৃপ্তি দিমরি। কিন্তু সে খ্যাতি যেন এখন জৌলুস হারাচ্ছে। বলিউডের অন্দরমহলে রটনা, ‘আশিকি ৩’ হাতছাড়া হয়েছে নায়িকার। আর তাঁর বদলে ছবিতে আসছেন নতুন নায়িকা। তিনি নাকি আবার নায়ক কার্তিক আরিয়ানের প্রাক্তন।
১৯৯০ সালে মুক্তি পায়’ আশিকি’ ছবি। এই ছবিতে অভিনয় করেছিলেন রাহুল রায় ও অনু আগরওয়াল। সে সময় ছবিটি বক্স অফিসে ঝড় তুলেছিল। নয়ের দশকের ‘আশিকি’ ছবির গান আজও সুপারহিট। সেই নস্ট্যালজিয়াকে সঙ্গে নিয়ে ২০১৩ সালে মুক্তি পায় ‘আশিকি ২’। ছবিতে জুটি বাঁধেন শ্রদ্ধা কাপুর ও আদিত্য রায় কাপুর। ‘আশিকি ২’-ও বক্স অফিসে ঝড় তোলে। এই ছবির গান সবার কাছে প্রশংসায় পায়। অরিজিৎ সিংয়ের গাওয়া ‘শুন রাহা হ্যায় না তু’ আজও অনুরাগীদের মুখে মুখে ফেরে।
‘আশিকি ৩’র পরিচালনার দায়িত্বভার সামলাবেন অনুরাগ বসু। সঙ্গে থাকছে সঙ্গীত পরিচালক প্রীতম। ‘অ্যানিম্যাল’ হিট করার পরই একাধিক ছবির অফার পেতে শুরু করেন তৃপ্তি। জানা যায়, কার্তিক আরিয়ানের সঙ্গে ‘আশিকি ৩’ ছবিতে জুটি বাঁধছেন তৃপ্তি। কিন্তু এবার খবর, নির্মাতাদের নাকি মনে হয়েছে ছবির নায়িকার চরিত্রের জন্য তৃপ্তির ইমেজ বড্ড বেশি সাহসী। তাঁদের প্রয়োজন ছিল স্নিগ্ধ সৌন্দর্য। তাই বেছে নেওয়া হয়েছে নবাবকন্যা সারা আলি খানকে।
এক সময় সারা ও কার্তিকের অফস্ক্রিন রোম্যান্স নিয়ে তুমুল চর্চা ছিল। মাঝে নাকি দুই তারকার সম্পর্ক ভেঙে। সেই সময় শোনা গিয়েছিল, কার্তিক ও সারার মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ। কিন্তু সময় অনেক সময় সম্পর্কের ক্ষতর মলমের মতো কাজ করে। শুকিয়ে দিতে পারে সমস্ত ব্যথা। মাঝে কার্তিক-সারাকে একসঙ্গে খোশগল্প করতেও দেখা যায়। এবার খবর, ‘আশিকি ৩’ সিনেমায় অনস্ক্রিন রোম্যান্স করবেন দুজন। এর আগে ‘লাভ আজ কাল’-এর সিক্যুয়েলে জুটি বেঁধেছিলেন কার্তিক-সারা। কিন্তু সে ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। আশা করা যায়, এবারে তারকা জুটি দর্শকদের মন পাবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.