Advertisement
Advertisement

Breaking News

Nimrat Kaur

মা হচ্ছেন নিমরত কৌর! ছবি ভাইরাল হতেই বলিউডে হইচই , জানুন সত্যিটা

অভিষেক বচ্চনের সঙ্গে নাম জুড়ে অভিনেত্রী নিমরত কৌর এখন রোজই থাকেন খবরের শিরোনামে।

Is Nimrat Kaur pregnant? Find out the truth amid Aishwarya Rai-Abhishek Bachchan divorce rumours
Published by: Akash Misra
  • Posted:November 20, 2024 1:07 pm
  • Updated:November 20, 2024 1:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিষেক বচ্চনের সঙ্গে নাম জুড়ে অভিনেত্রী নিমরত কৌর এখন রোজই থাকেন খবরের শিরোনামে। গুঞ্জনপাড়া মনে করে নিমরতের জন্যই নাকি ঐশ্বর্য ও অভিষেকের দাম্পত্যে অশান্তি। ঠিক এরই মাঝে সোশাল মিডিয়ায় ভাইরাল হল, নিমরতের একটি ছবি। যা দেখে নেটপাড়া বলতে শুরু করল, নিমরত অন্তঃসত্ত্বা। কেউ কেউ আবার বলেই দিলেন, নিমরতের গর্ভের সন্তানের বাবা আর কেউ নন, অভিষেক বচ্চন!

তা সত্যিই কী নিমরত মা হতে চলেছেন?

Advertisement

খবরটা ছড়িয়ে পড়ে নিমরতের এক ছবি থেকেই। যেখানে নিমরতের পেট প্রকাশ্যে আসে। নিমরতের মেদযুক্ত পেট দেখেই অনেকে মনে করতে শুরু করেন, তিনি অন্তঃসত্ত্বা। তবে জানা গিয়েছে, অভিনেত্রীর মা হওয়ার খবর একেবারেই ভুয়ো। সোশাল মিডিয়ায় ঐশ্বর্য, অভিষেক ও নিমরতকে নিয়ে মিম বানিয়ে এমনটি রটানো হচ্চে। এই খবর একেবারেই ভ্রান্ত। তবে এই বিষয়ে নিমরতের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

অভিষেক-ঐশ্বর্যর দাম্পত্যে চিড় ধরার খবর নতুন নয়! এর মাঝেই নতুন গুঞ্জন, অভিষেক বচ্চনের (Abhishek Bachchan) সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন নিমরত কৌর (Nimrat Kaur)! এর আগে অভিনেত্রীর নাম জড়িয়েছিল রবি শাস্ত্রীর সঙ্গে। তাঁর জন্যেই কি জুনিয়র বচ্চন দম্পতির সংসারে অশান্তি? জল্পনা তুঙ্গে। নেটপাড়াতেও ঐশ্বর্য রাই এবং নিমরত কৌরের তুলনা টেনে ট্রোল-মিমের পাহাড়। অভিষেক-ঐশ্বর্যর সংসার ভাঙার জন্যে অনেকেই নিমরতকে দায়ী করেছেন! এবার সেই প্রসঙ্গেই প্রথমবার মুখ খুললেন অভিনেত্রী।

শোনা যায়, ‘দশভি’ সিনেমায় অভিনয় করার সময়ে নায়িকা নিমরত কৌরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অভিষেক। সময়টা ২০২২ সাল। আর তার জেরেই ঐশ্বর্যর সঙ্গে অশান্তি চরমে। যার জেরে মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে যান প্রাক্তন বিশ্বসুন্দরী। যদিও পরে নিজের ভুল বুঝতে পেরে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন অভিষেক। তবে তাতেও ঐশ্বর্যর সঙ্গে অমিতাভপুত্রর দূরত্ব কমেনি! শোনা যায়, নিমরত কৌরের সঙ্গে ছেলের নাম জড়ানোয় নাকি বেজায় বিরক্ত বচ্চন পরিবার। অভিষেক বচ্চনের সঙ্গে সম্পর্কের সেই গুঞ্জন নিয়ে এবার অবশেষে মুখ খুললেন নিমরত কৌর। কী বললেন?

সদ্য, ‘সিটাডেল হানি বানি’ সিরিজের স্পেশাল স্ক্রিনিংয়ে উপস্থিত হয়েছিলেন নিমরত। সেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সরাসরি জুনিয়র বচ্চনের সঙ্গে সম্পর্কের কথা মুখে না আনলেও, নিজের প্রেমজীবন নিয়ে কথা বলেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন, “আমি সিঙ্গেল। কোনও সম্পর্কে নেই।” পাশাপাশি সিঙ্গল মেয়েদের ঘুরতে যাওয়ার বিষয়ে পরামর্শও দিয়েছেন তিনি। এদিকে সম্প্রতি বচ্চন পরিবার ঘনিষ্ঠ এক ব্যক্তি সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন, “অভিষেক বর্তমানে অন্য় অনেক কিছু নিয়ে সমস্যায় রয়েছেন। অন্যদিকে তাঁর ছবির প্রচারও চলছে। সম্ভবত সেই জন্যই এসব বিষয় নিয়ে মুখ খুলছেন না অভিষেক। আমার মনে হয়, নিমরত কৌরের অন্তত এগিয়ে আসা উচিত। তবে এটা বলতে পারি, এটা একেবারেই ভুয়ো খবর। ঐশ্বর্য ও অভিষেকের বিচ্ছেদ হচ্ছে না।” এমন আবহেই নিমরত কৌর জানিয়ে দিলেন যে তিনি ‘সিঙ্গল’।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement