Advertisement
Advertisement

Breaking News

Rakul Preet Singh and Jackky Bhagnani

অভিনেতা-প্রযোজক জ্যাকি ভগনানিকে বিয়ে করছেন রকুলপ্রীত সিং? জোর গুঞ্জন বলিউডে

গত অক্টোবরেই জ্যাকির সঙ্গে প্রেমের কথা জানান রকুলপ্রীত।

Is marriage on cards for Rakul Preet Singh and Jackky Bhagnani? | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:November 23, 2021 3:57 pm
  • Updated:November 23, 2021 7:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে এখন বিয়ের মরশুম। বহুদিনের প্রেমিকা পত্রলেখাকে বিয়ে করেছেন রাজকুমার রাও। আলিয়া ভাটের বান্ধবী অনুষ্কা রঞ্জনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’ সিনেমার অভিনেতা আদিত্য শীল। এবার রকুলপ্রীত সিং (Rakul Preet Singh) ও জ্যাকি ভগনানির (Jackky Bhagnani ) বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। সূত্রের খবর মানলে, ২০২২ সালেই বিয়ে করতে চলেছেন দু’জন।

Rakul Preet and Jackky

Advertisement

গত ১০ অক্টোবর ৩১ বছরে পা দেন রকুলপ্রীত সিং। সেদিনই বলিউডের অভিনেতা-প্রযোজক জ্যাকি ভগনানির সঙ্গে সম্পর্কের কথা সকলকে জানান। একই ছবি শেয়ার করেন দুই তারকা। একে অন্যের প্রতি ভালবাসার কথা প্রকাশ করেন। জ্যাকিকে ‘মাই লাভ’ বলে সম্বোধন করেন রকুল। অন্যদিকে, রকুল ছাড়া যে তাঁর একদিনও কাটে না, সেকথা জানান জ্যাকি ভগনানি। দুই তারকাকে শুভেচ্ছায় ভরিয়ে দেন অনুরাগীরা। অবশ্য অভিনেত্রী নাকি এক সংবাদমাধ্যমে দাবি করেছেন, এখন তাঁর বিয়ে করার কোনও পরিকল্পনা নেই। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rakul Singh (@rakulpreet)

[আরও পড়ুন: COVID-19 Update: দেশে আরও কমল করোনার দাপট, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৫৭৯ জন]

দক্ষিণী সিনেমায় প্রতিষ্ঠিত হওয়ার পর বলিউডে পা রাখেন রকুলপ্রীত। কিছু সিনেমা হিট হয়েছে, কিছু ফ্লপ। কিন্তু গ্ল্যামার দুনিয়ার বিতর্কও তাঁর সঙ্গী হয়েছে। সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর পর মাদকযোগে তাঁর নাম জড়ায়। দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর, সারা আলি খানের পাশাপাশি রকুলপ্রীতকেও নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসে হাজিরা দিতে হয়। 

Rakul Preet Singh and Jackky Bhagnani

 

অবশ্য সেসব এখন অতীত। আপাতত অভিনেত্রী নিজের আসন্ন সিনেমা নিয়ে ব্যস্ত। অজয় দেবগন ও সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ‘থ্যাঙ্ক গড’ সিনেমায় অভিনয় করেছেন রকুলপ্রীত। ‘ডক্টর জি’ ছবিতে তিনি রয়েছেন আয়ুষ্মান খুরানার বিপরীতে। অন্যদিকে অভিনয়ে বিশেষ সুবিধা করতে না পেরে প্রযোজনায় মন দিয়েছেন জ্যাকি। টাইগার শ্রফ অভিনীত ‘গণপত’ সিনেমার প্রযোজক তিনি।   

[আরও পড়ুন: গো-শিরা বুকে বসিয়ে খুদেকে পুনর্জন্ম দিল NRS হাসপাতাল, খরচ মাত্র দু’টাকা!]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement