ছবি: ইনস্টাগ্রাম
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নীরজ পাণ্ডের ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ সিরিজের কাস্টিং নিয়ে মাসখানেক ধরেই আলোচনা চলছে। কাস্ট লিস্টে ইতিমধ্যেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, পরমব্রত চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, শ্রুতি দাসের নাম যুক্ত হয়েছে। এবার নয়া চমক মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয় চক্রবর্তী ওরফে মিমো (Mahaakshay Chakraborty)। শোনা যাচ্ছে, সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে।
২০২২ সালে নেটফ্লিক্সে মুক্তি পায় ‘খাকি: দ্য বিহার চ্যাপ্টার’। করণ ট্যাকার, অবিনাশ তিওয়ারি, অভিমন্যু সিংয়ের মতো অভিনেতা ছিলেন সেখানে। এর পর থেকেই নাকি ‘খাকি: বেঙ্গল চ্যাপ্টার’-এর প্রস্তুতি শুরু করে দেন নীরজ। শুক্রবার থেকেই শহরে নতুন এই সিরিজের শুটিং শুরু হওয়ার কথা। তার জন্য নাকি কলকাতাতেও আসতে পারেন মিঠুনপুত্র। সিরিজে বাংলার আরও দুই তারকা অভিনয় করতে পারেন। একজন চৈতি ঘোষাল, অন্যজন শুভাশিস মুখোপাধ্যায়।
২০০৮ সালে মিমোর প্রথম সিনেমা ‘জিমি’ মুক্তি পেয়েছিল। ছবি তেমন সাফল্য পায়নি। তবে মিমো তাতে হাল ছাড়েননি। ২০১১ সালে মুক্তি পায় ‘হন্টেড 3D’। তাতে দর্শকদের নজর কাড়তে সক্ষম হয়েছিলেন মিঠুনপুত্র। বাংলা সিনেমায় মিমোর আত্মপ্রকাশ ২০১৩ সালে মুক্তি পাওয়া ‘রকি’ সিনেমার মাধ্যমে। সুজিত মণ্ডল পরিচালিত সিনেমায় পূজা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধেছিলেন মিমো। ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন মিঠুন।
View this post on Instagram
এর পর মিমোর একাধিক সিনেমা মুক্তি পেয়েছে। তবে বক্স অফিসে তা সাড়া জাগাতে পারেনি। ২০১৮ সালে হিন্দি টেলিভিশনের অভিনেত্রী মাদালসা শর্মাকে বিয়ে করেন তিনি। সোশাল মিডিয়ায় নিজের জীবনের নানা মুহূর্ত ভাগ করে নেন। এদিকে কলকাতার নানা জায়গায় ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ সিরিজের শুটিং হওয়ার কথা। টলিপাড়ার অন্দরমহল সূত্রে খবর, পরিচালক নিজে নাকি কলকাতায় এসে রেইকি করে গিয়েছেন। সেই সময় আবার অভিনেতাদের সঙ্গে মিটিংও সেরে ফেলেছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.