Advertisement
Advertisement
Jeet

হরনাথপুত্র হিন্দোলের প্রথম ছবিতে মুখ্য ভূমিকায় সুপারস্টার জিৎ!

হরনাথ চক্রবর্তীর পরিচালনাতেই টলিউডে নায়ক হিসেবে সফর শুরু করেছিলেন তারকা।

Is Jeet to star Haranath Chakraborty’s son Hindol’s debut Bengali movie| Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:December 26, 2020 4:16 pm
  • Updated:December 26, 2020 4:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “ও বন্ধু তুমি শুনতে কি পাও…”। গিটার হাতে এই গানটিই গেয়েছিল উঠতি গায়ক বিজয়। আর বিজয়কে ‘সাথী’ করেই টলিউডে নিজের সফর শুরু করেছিলেন সুপারস্টার জিৎ (Jeet)। ছবির পরিচালক হরনাথ চক্রবর্তী (Haranath Chakraborty)। ২০০২ সালে মুক্তি পেয়েছিল সুপারহিট সেই ছবি। তারপর গঙ্গা দিয়ে অনেক জলই বয়ে গিয়েছে। তবে শোনা যাচ্ছে, তাতে এবার অভিনেতা-পরিচালকের পুরনো সেই সম্পর্কের নতুন অধ্যায় শুরু হতে চলেছে। ভিন্ন আঙ্গিকে। সূত্রের খবর মানলে, নিজের প্রথম ছবির পরিচালকের ছেলের ডেবিউ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন জিৎ।

টলিপাড়ায় জোর গুঞ্জন, হরনাথ চক্রবর্তীর ছেলে হিন্দোল নতুন বছরে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন। আর তাঁর প্রথম ছবিতে নায়ক হিসেবে দেখা যাবে জিৎকে। শোনা গিয়েছে, ছবিটি প্রযোজনাও করতে পারেন জিৎ।

Advertisement

[আরও পড়ুন: সুপারস্টার রজনীকান্তের রক্তচাপ এখনও বেশি, করা হবে আরও কিছু পরীক্ষা]

স্টুডিও পাড়ায় বাবু নামে পরিচিত হিন্দোল। বেশ কিছুদিন বাবার ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। সিনেমা সম্পর্কে হিন্দোলের জ্ঞানের প্রশংসা অনেক চলচ্চিত্র বোদ্ধাই করে থাকেন। সূত্রের খবর, অফিশিয়ালি কিছু এখনও কনফার্ম হয়নি। তবে কথাবার্তা অনেকটাই এগিয়েছে। চিত্রনাট্য লেখার কাজও চলছে জোরকদমে। বাবার মতোই কি বাণিজ্যিক ছবি করবেন? এক সংবাদমাধ্যমের এই প্রশ্নের উত্তরে নাকি হিন্দোল জানিয়েছেন, এ বিষয়ে তিনি এখনই কিছু বলতে চান না। তবে সবকিছু যদি ঠিকমতো এগোয় তাহলে সুপারস্টার জিৎকে এক্কেবারে অন্যরকমভাবে পাবেন অনুরাগীরা। সেখানে তাঁর তারকা সত্ত্বাও আরও বিকশিত হবে।

উল্লেখ্য, কিছুদিন আগেই নিজের জন্মদিনের লাইভে ‘সাথী’ সিনেমার স্মৃতি স্মরণ করেছিলেন জিৎ। কীভাবে সেই ছবি তাঁর জীবনের অভিন্ন অঙ্গ হয়ে উঠেছিল, সেই কথা জানিয়েছিলেন। আপাতত নিজের আসন্ন ছবি ‘বাজি’র (Baazi) মুক্তির প্রতীক্ষায় রয়েছেন জিৎ। ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)।

[আরও পড়ুন: বছরশেষে কতটা মিষ্টত্ব ছড়াল অপরাজিতা-মধুমিতার ‘চিনি’? পড়ুন ফিল্ম রিভিউ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement