Advertisement
Advertisement
Hrithik Roshan and Saba Azad

ফের বিয়ে! প্রেমিকা সাবার সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন হৃতিক রোশন?

সাবার প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছেন হৃতিক।

Is Hrithik Roshan tying knot with Saba Azad soon? | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:March 9, 2022 9:45 pm
  • Updated:March 9, 2022 9:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে এখন যত চর্চা হৃতিক রোশন (Hrithik Roshan) আর তাঁর ‘প্রেমিকা’ সাবা আজাদকে (Saba Azad) নিয়ে। এবার গুঞ্জন, খুব শিগগিরিই নাকি সাবাকে বিয়ে করতে চলেছেন বি-টাউনের হ্যান্ডসাম হাঙ্ক। আর এতে তাঁর পরিবার এবং প্রাক্তন স্ত্রী সুজানেরও নাকি সায় রয়েছে। 

Hrithik Roshan And Rumoured Girlfriend Saba Azad Met Via Twitter | Sangbad Pratidin

Advertisement

কিছুদিন আগেই দ্বিতীয় বিয়ে সেরেছেন হৃতিকের প্রিয় বন্ধু ফারহান আখতার (Farhan Akhtar)।  সেই পথেই নাকি হাঁটতে চলেছেন হৃতিক। উল্লেখ্য, বেশ কয়েকদিন আগে সাবার সঙ্গে ডিনার ডেটে গিয়েছিলেন হৃতিক। রেস্তরাঁ থেকে বের হওয়া মাত্র পাপারাৎজিদের খপ্পরে পড়েন অভিনেতা। রাতারাতি ভাইরাল হয়ে যায় সেই ছবি। তখন থেকেই হৃতিক ও সাবার প্রেম নিয়ে জল্পনা তুঙ্গে।

[আরও পড়ুন: বলিউডে ‘পুষ্পা’ খ্যাত রশ্মিকা মান্দানা, সিদ্ধার্থের সঙ্গে জুটি বেঁধে অভিনেত্রীর ‘মিশন মজনু’

এই জল্পনাকে আরও বাড়িয়ে দেন হৃতিক ও সাবা নিজেই। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নতুন এক ছবি। যেখানে রোশন পরিবারের সঙ্গে খোশমেজাজে লাঞ্চ সারতে দেখা যায়  সাবাকে। একসঙ্গে বসে দিব্যি আড্ডায় মাতেন অভিনেত্রী-গায়িকা। সাবার প্রত্যেক পোস্টে মন্তব্য করে হৃতিক। তাও নেটিজেনদের নজর এড়ায়নি। 

Saba

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে এ বিষয়ে কথা বলতে গিয়ে নাকি হৃতিক ও সাবার এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন, প্রেমে রীতিমতো হাবুডুবু খাচ্ছেন দু’জন। হৃতিকের পরিবারের প্রত্যেকে সাবাকে পছন্দ করেন। তাঁর দুই ছেলের সঙ্গেও নাকি সাবার সম্পর্ক খুব ভাল। আর হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান? তার সঙ্গেও নাকি সাবার নিয়মিত কথা হয়। গান খুব পছন্দ করেন সুজান। এ নিয়েই দু’জনের মধ্যে নিয়মিত কথাবার্তা হয়। সূত্রের খবর সত্যি হলে, নিজেদের এই সম্পর্ককে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার ইচ্ছে রয়েছে হৃতিক ও সাবার। তবে দু’জনেই আরও কিছুটা সময় অপেক্ষা করতে চাইছেন।

[আরও পড়ুন: টানটান থ্রিলার গল্পে বিদ্যা বালান ও শেফালি শাহর যুগলবন্দি, দেখুন ‘জলসা’র ট্রেলার

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement