Advertisement
Advertisement
Deepika Padukone

ফের হলিউডে দীপিকা! এবার কী করতে চলেছেন বলিউডের ‘ফাইটার’?

এর আগে হলিউড তারকা ভিন ডিজেলের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন অভিনেত্রী।

Is Deepika Padukone Joining the cast of The White Lotus Season 3? here is what we know | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:January 20, 2024 9:11 pm
  • Updated:January 20, 2024 9:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে একদিকে ‘পাঠান’ শাহরুখকে সামলাচ্ছেন, অন্যদিকে ‘ফাইটার’ হৃতিকের সঙ্গ দিচ্ছেন। এবার নাকি ফের হলিউডে পাড়ি দিতে চলেছেন দীপিকা পাড়ুকোণ (Deepika Padukone)। রটনা, এক জনপ্রিয় ওয়েব সিরিজের অঙ্গ হতে চলেছেন বলিউডের ‘মস্তানি’।

Deelika-2

Advertisement

২০১৭ সালে মুক্তি পেয়েছিল ‘ট্রিপল X: রিটার্ন অফ এক্সজেন্ডার কেজ’। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেন হলিউড সুপারস্টার ভিন ডিজেল। দীপিকাকে দেখা যায় সেরেনার চরিত্রে। ছবি তেমন সফল না হলেও ভিনের সঙ্গে দীপিকার বেশ ভালোই বন্ধুত্ব রয়েছে। ভারতে যখন হলিউড তারকা এসেছিলেন, দীপিকার সঙ্গেই সময় কাটিয়েছেন।

[আরও পড়ুন: ‘অসভ্য’! অঙ্কিতা লোখণ্ডের উপর ক্ষিপ্ত প্রিয়াঙ্কা চোপড়ার মা মধু, কিন্তু কেন?]

সে যাই হোক এখন জোর গুঞ্জন, এইচবিও-র হলিউড ওয়েব সিরিজ ‘দ্য হোয়াইট লোটাস’-এর (The White Lotus) তৃতীয় মরশুমে দীপিকাকে দেখা যেতে পারে। ২০২১ সালে এই সিরিজ প্রথমবার সম্প্রচারিত হয়। দ্বিতীয় সিজন আসে ২০২২ সালে। সিরিজে একটি হোটেলকে কেন্দ্র করে যাবতীয় ঘটনা ঘটতে থাকে। এবার তৃতীয় মরশুমের পালা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vogue Singapore (@voguesingapore)

শোনা যাচ্ছে, তৃতীয় এই মরশুমেই দীপিকাকে দেখা যেতে পারে। এমনিতে এই ওয়েব সিরিজ বেশ জনপ্রিয়। সমালোচকদের প্রশংসার পাশাপাশি এমি ও গোল্ডেন গ্লোবের মতো পুরস্কারও পেয়েছে। তবে এবার বোধহয় ভারতের বিশাল সংখ্যক দর্শকের মধ্যে জনপ্রিয়তা চান নির্মাতারা। সেই কারণেই অভিনেতাদের তালিকায় দীপিকার নাম শোনা যাচ্ছে। এমনিতে ‘ফাইটার’-এর পর দীপিকার ঝুলিতে রয়েছে প্রভাসের ‘কল্কি 2898 AD’ আর রোহিত শেট্টি পরিচালিত ‘সিংহম এগেইন’।

[আরও পড়ুন: বদমেজাজি শোয়েবের নতুন বেগম! কী কাণ্ড ঘটিয়েছিলেন সানা জাভেদ?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement