Advertisement
Advertisement

Breaking News

Ameesha Patel

নিওন সবুজ মনোকিনিতে স্ফীতোদর, অবিবাহিত আমিশা কি অন্তঃসত্ত্বা? তুমুল গুঞ্জন নেটপাড়ায়

ভাইরাল 'গদর' গার্লের ছবি। আর তাতে কমেন্টের বন্যা!

Is Ameesha Patel pregnant? her recent picture wearing monokini goes viral
Published by: Sucheta Sengupta
  • Posted:April 20, 2025 8:14 pm
  • Updated:April 20, 2025 9:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘কহো না প্যার হ্যায়’র মিষ্টি সোনিয়ার অনেক বদল ঘটে গিয়েছে। তবে তাঁর গ্ল্যামারের ছটায় এখনও ঈর্ষান্বিত করে তোলে বি-টাউনের বহু মডেল, অভিনেত্রীকেই। চেহারায় বয়সের ছাপ, মুখমণ্ডলে কুঞ্চন – বলিউড নায়িকাদের বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে এসব চিরাচরিত নিন্দেমন্দ মোটেই কাবু করতে পারে না আমিশা প্যাটেলকে। ফের চর্চায় ‘গদর’ নায়িকা। এবার তাঁর মনোকিনি পরা একটি ছবি ঘিরে জোর গুঞ্জন শুরু হয়েছে নেটপাড়ায়। সোশাল মিডিয়ায় আমিশা নিজেই সেই ছবি শেয়ার করেছেন। আর তা দেখে নেটিজেনরা বলতে শুরু করেছেন, মনোকিনির ফাঁকে তো ‘বেবি বাম্প’ দেখা যাচ্ছে! অবিবাহিত আমিশা কি তাহলে অন্তঃসত্ত্বা? নাকি চোখের ভুল? উত্তর খুঁজছেন অনুরাগীরা।

Advertisement
অভিনেত্রীর এই ছবিই ভাইরাল হয়েছে। ছবি: সোশাল মিডিয়া।

বছর পঞ্চাশ ছুঁইছুঁই। বিয়ে করেননি এখনও। মাঝে বয়সে ঢের ছোট এক যুবকের সঙ্গে আমিশা প্যাটেল প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। তাঁদের বেশ কিছু ছবি সোশাল মিডিয়ায় ভাইরালও হয়েছিল। তবে সেই সম্পর্ক কতদিন টিকেছিল, জানা নেই। পরে শোনা যায়, ওই ‘বয়ফ্রেন্ড’ নাকি আমিশার বাবার পূর্বপরিচিত। সেই সূত্রেই উভয়ের ডেটিং এবং সময় কাটানো। এই মুহূর্তে আমিশার স্টেটাস হয়ত ‘সিঙ্গল’ই।

তবে ‘সিঙ্গল’ থেকেও তাঁর জীবন যে আনন্দে ভরপুর, তা বোঝা যায় ‘গদর’ গার্লের ইনস্টাগ্রাম প্রোফাইলে চোখ রাখলেই। সম্প্রতি জন্মদিন উপলক্ষে দুবাই গিয়েছিলেন আমিশা। সেখানকার রৌদ্রকরোজ্জ্বল আবহাওয়া বেশ উপভোগ করছেন, তা বোঝাতে মনোকিনি পরা একটি ছবি শেয়ার করেছেন। দেখা যাচ্ছে, শরীরে নিওন সবুজ মনোকিনি, চোখে কালো সানগ্লাস, কোঁকড়া চুলে খাদির হ্যাট। এমন মোহময়ী ছবি দেখে ছিটকে যাচ্ছেন নেটিজেনরা! 

গ্ল্যামারাস ‘গদর’ গার্ল!

তবে চোখ আটকে যাচ্ছে অভিনেত্রীর মধ্যপ্রদেশে। তা তো সামান্য স্ফীতই লাগছে। তবে কি আমিশা অন্তঃসত্ত্বা? কেউ কেউ কমেন্টে লিখেই ফেলেছেন, ”আপনি কি অন্তঃসত্ত্বা নাকি আমার চোখের ভুল?” কেউ বা লিখছেন, ”অন্তঃসত্ত্বা বলেই মনে হচ্ছে।” এসবের অবশ্য কোনও জবাবই দেননি ‘কহো না প্যর হ্যায়’-এর সোনিয়া। দেবেনই বা কেন?  অনুরাগীদের এত কৌতূহল মেটানোর দায় তো তাঁর নেই। তিনি বরং এই গুঞ্জন উপভোগই করছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub