Advertisement
Advertisement

Breaking News

Allu Arjun

‘পুষ্পা ২’ বিতর্কে হাজতবাস, ভাগ্য বদলাতে জ্যোতিষী ‘গ্যাঁড়াকলে’ নাম পালটাচ্ছেন আল্লু অর্জুন!

'সংখ্যাত্বত্ত্ব' মেনে নাম পরিবর্তন করতে চলেছেন দক্ষিণী সুপারস্টার!

Is Allu Arjun considering changing his name after Pushpa 2 success?
Published by: Sandipta Bhanja
  • Posted:April 1, 2025 4:02 pm
  • Updated:April 1, 2025 4:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউড হোক বা দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির অনেক তারকাই জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাস করেন। সেই তালিকায় বহু তাবড় তারকার নামও রয়েছে। তাঁদের মধ্যে অনেকে আবার ‘নিউমেরোলজি’ মেনে নামও বদলে ফেলেছেন। বিতর্ক এড়াতে এবার নাকি ‘সংখ্যাত্বত্ত্ব’ অনুযায়ী নিজের নাম পরিবর্তন করতে চলেছেন আল্লু অর্জুন (Allu Arjun)। বিনোদুনিয়ার অন্দরে কানাঘুষো তেমনটাই শোনা যাচ্ছে।

চব্বিশ সালের ডিসেম্বর মাস নিঃসন্দেহে আল্লু অর্জুনের কাছে অভিশপ্ত! ‘পুষ্পা ২’র প্রিমিয়ারে তাঁকে দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল এক মহিলা অনুরাগীর। হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হয়েছিল দক্ষিণী তারকার খুদে ভক্তকে।
৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ঘটা সেই মর্মান্তিক ঘটনার মাশুলও গুণতে হয়েছে তাঁকে। মারাত্মক আইনি বিপাকে পড়তে হয় আল্লুকে। একরাত জেলেও কাটাতে হয়েছে। শুধু তাই নয়, আল্লু অর্জুনকে নিয়ে দক্ষিণের রাজনৈতিক শিবিরগুলিতেও ঝড়় উঠেছিল সেসময়। তারকার জুবিলি হিলসের বাড়ির সামনে ‘উই ওয়ান্ট জাস্টিস…’ স্লোগান দিয়ে ভাঙচুর চালায় একদল উন্মত্ত জনতা। সেই বিতর্ক অবশ্য ‘পুষ্পা’র ক্ষেত্রে শাপে বর হয়েছে। ফুলেফেঁপে উঠেছে ‘পুষ্পা ২’র ক্যাশবাক্স। সেসব ভুলে দক্ষিণী তারকা বর্তমানে ৩ হাজার কোটির সাফল্যের আরামকেদারায় মজে। পরবর্তী সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এবার শোনা গেল, আল্লু নাকি তাঁর নাম বদলে ফেলতে চলেছেন।

Advertisement

'Pushpa' Star Allu Arjun To Make Hollywood Debut With A Marvel Or DC Movie

বলিউড মাধ্যম সূত্রে খবর, দক্ষিণী তারকা এবার তাঁর নামে অতিরিক্ত অক্ষর যোগ করতে চলেছেন কেরিয়ারের উন্নতি সাধনের জন্য। যদিও আল্লু অর্জুনের তরফে এই বিষয়ে এখনও কোনওরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে জানা গেল, খুব শিগগিরিই ‘নিউমেরোলজি’ মেনে নতুন নাম প্রকাশ্যে নিয়ে আসতে চলেছেন অভিনেতা। কারণ সামনেই তাঁর ঝুলিতে রয়েছে বিগবাজেট সিনেমার কাজ। অ্যাটলির সঙ্গে জুটি বেঁধে পূর্বজন্মের প্রেক্ষাপটে এক ছবি নিয়ে আসতে চলেছেন আল্লু। এপ্রিলের ৮ তারিখ তারকার জন্মদিনেই সেই সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা হওয়ার কথা। যে ছবিতে কিনা এর আগে সলমন খানের অভিনয় করার কথা ছিল। সেই সিনেমার জন্য ডাকসাইটে পারিশ্রমিকও নিচ্ছেন তিনি। সম্ভবত ফিল্মি কেরিয়ারের মোড় ঘোরাতেই এবার নাম বদলের সিদ্ধান্ত নিয়েছেন আল্লু অর্জুন!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement