Advertisement
Advertisement

Breaking News

ইরফান খান

‘আমার জন্য অপেক্ষা করুন’ ‘আংরেজি মিডিয়াম’ মুক্তির প্রাক্কালে আবেগঘন বার্তা ইরফানের

ইরফানের কথায় আবেগপ্রবণ হৃতিক -শাহিদ। দেখুন ভিডিও।

Irrfan Khan's heartwarming message ahead of 'Angrezi Medium' trailer out
Published by: Sandipta Bhanja
  • Posted:February 13, 2020 10:50 am
  • Updated:February 13, 2020 10:50 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “আমার জন্য অপেক্ষা করুন”, কাতর আরজি ক্যানসার আক্রান্ত অভিনেতা ইরফান খানের। শরীরে বাসা বেঁধেছে মারণ কর্কট রোগ। চিকিৎসায় এখনও পুরোপুরি সুস্থ নন। তার মাঝেই শেষ করেছেন ‘হিন্দি মিডিয়াম’-এর সিক্যুয়েল ‘আংরেজি মিডিয়াম’-এর শুটিং। ছবি মুক্তি পাবে আগামী মাসে অর্থাৎ মার্চেই। তার আগে ছবির প্রচারে এবং ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকতে পারবেন না ইরফান খান। তাই ট্রেলার প্রকাশ্যে আসার প্রাক্কালেই আবেগঘন বার্তা দিলেন সোশ্যাল মিডিয়ায়। আর ইরফানের শেয়ার করা সেই পোস্টেই আবেগপ্রবণ হয়ে পড়েছেন বলিউডের দুই অভিনেতা হৃতিক রোশন এবং শাহিদ কাপুর।

মারণরোগের চিকিৎসায় ইরফানকে মার্কিন মুলুকে থাকতে হবে, মুক্তির আগে টিমের সঙ্গে প্রচারে অনুপস্থিত থাকার সেই বিষয়ই ভাবিয়ে তুলেছে তাঁকে। বুধবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি টিজার ভিডিও শেয়ার করে ইরফান খান অনুরাগীদের কাছে আরজি রেখেছেন আংরেজি মিডিয়াম সিনেমাটি দেখার এবং তাঁর সুস্থ হয়ে ফেরার জন্য অপেক্ষা করার।

Advertisement

ইরফানের মন্তব্য, “নমস্কার ভাই-বোনেরা। আমি ইরফান। আপনাদের সঙ্গে একপ্রকার রয়েছি আবার নেইও! ‘আংরেজি মিডিয়াম’ ছবিটি আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। বিশ্বাস করুন, যেভাবে ভালবেসে ছবিটা তৈরি করেছি, ঠিক সেভাবেই এর প্রচার করতে চেয়েছিলাম। কিন্তু আমার শরীরে কিছু অযাচিত অতিথি এসে বাসা বেঁধেছে, তাদের সঙ্গেই আপাতত কথাবার্তা চলছে। দেখি কী হয়! যাই হোক না কেন, আপনাদের জানাব।” 

[আরও পড়ুন: পরকীয়া সন্দেহে খুন উঠতি টেলি-অভিনেত্রী, ধৃত স্বামী ]

এরপরেই সেই ভিডিওতে ইরফান খানকে বেশ মজা করে বলতে শোনা গিয়েছে, “প্রবাদ রয়েছে যে, ‘জীবন যখন আপনার হাতে লেবু ধরিয়ে দেবে ওটা দিয়ে লেমোনেড (শরবত) বানিয়ে খাওয়া উচিত।’ এমন বলা কিন্তু খুবই সহজ, কিন্তু বাস্তবে যখন সত্যি আপনার হাতে জীবন একটা লেবু ধরিয়ে দেবে ওটা দিয়ে ‘শিকাঞ্জি’ বানানোটা বড়ই কঠিন। বাস্তবটা খুবই মুশকিল। যদিও পজিটিভ ভাবনাচিন্তা নিয়ে বেঁচে থাকাই জীবনের লক্ষ্য হওয়া উচিত। আশা করছি, এই ছবি থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আপনাদের যেমন হাসাবে, তেমন কাঁদাবেও। ট্রেলারের আনন্দ নিন এবং ছবিটা দেখুন। আর হ্যাঁ… আমার জন্য অপেক্ষা করবেন।” ইরফান খানের শেয়ার করা সেই পোস্ট নিয়েই হৃতিক এবং শাহিদ আবেগঘন বার্তা দিয়েছেন অভিনেতাকে।

[আরও পড়ুন: জোয়াকিন ফিনিক্সের অস্কারজয়কে কুর্নিশ জানিয়ে বিজ্ঞাপন, PETA’র কটাক্ষের শিকার ‘আমুল’  ]

ইরফানের পাশপাশি ছবিতে অভিনয় করেছেন করিনা কাপুর খান, ডিম্পল কাপাডিয়া, রাধিকা মদন, দীপক ডোব্রিয়াল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement