Advertisement
Advertisement
Malaika Arora Shilpa Shetty

যোগ দিবসেও লাস্যময়ী মালাইকা, শিল্পা, বলিউডের দুই সুন্দরীর ভিডিও দেখেছেন?

কী কী করলেন মালাইকা-শিল্পা?

International Yoga Day 2023: Saif Ali Khan and Jeh practice asanas, Shilpa Shetty aces vrikshasana| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:June 21, 2023 6:44 pm
  • Updated:June 21, 2023 6:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের বহু তারকারাই যোগাসনকে সুস্থ থাকার চাবিকাঠি বানিয়ে ফেলেছেন। যার মধ্য়ে শিল্পা শেট্টি ও মালাইকা অরোরা তো এই তালিকায় সবার প্রথমে থাকবেন। আন্তর্জাতিক যোগা দিবসে তাই শিল্পা ও মালাইকা কী কী করলেন, তার দিকে সবার নজর ছিল। অনুরাগীদের যোগাসনে উদ্ভুত করতে শিল্পা ও মালাইকা দুজনেই শেয়ার করলেন তাঁদের যোগার ভিডিও।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shilpa Shetty Kundra (@theshilpashetty)

Advertisement

[আরও পড়ুন: ২১ বছরের নায়িকাকে ঠোঁটঠাসা চুমু, সাফাই দিতে গিয়ে শাহরুখের নাম নিলেন নওয়াজউদ্দিন ]

শিল্পা শেট্টি ও মালাইকা অরোরা দুজনেই চল্লিশের কোটা পেরিয়ে প্রায় পঞ্চাশের কোঠায়। কিন্তু তাঁদের রূপ দেখে বয়স বোঝা দায়। এর নেপথ্যে যে রয়েছে যোগাভ্য়াস, তা কিন্তু শিল্পা ও মালাইকা দুজনেই স্বীকার করেছেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Malaika Arora (@malaikaaroraofficial)

তবে শুধু মালাইকা বা শিল্পাই নয়। যোগ দিবসে যোগাসনের ভিডিও শেয়ার করেছেন সইফ আলি খান। ছেলে তৈমুর ও জেহের সঙ্গে যোগাসনে মেতে ছিলেন ছোটে নবাব।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kareena Kapoor Khan (@kareenakapoorkhan)

[আরও পড়ুন: ওয়েস্ট ব্যাঙ্কে হামাস জঙ্গির গুলিতে নিহত ৪, বদলার আগুনে জ্বলছে ইজরায়েল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement