সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি সোশাল মিডিয়ায় এক হাড় হিম করা ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে এক ব্যক্তি তাঁর স্ত্রীকে গুলি করে খুন করছেন! এই সিসিটিভি ফুটেজ দেখে ইতিমধ্যেই হইচই পড়ে গিয়েছে নেটপাড়ায়। জানা গিয়েছে, মহিলাটি রাজস্থানের জনপ্রিয় সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অনামিকা বিষ্ণোই। আর তাঁকে খুন করেছেন তাঁরই স্বামী মহিরাম। অনামিকাকে খুন করার সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে পুলিশের হাতে। অন্যদিকে, অভিযুক্ত পলাতক।
পুলিশ সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, গত রবিবার অনামিকা তাঁর অফিসের ভিতরেই বসেছিলেন। ব্যস্ত ছিলেন অফিসের কাজে। হঠাৎ করেই অফিসের ভিতর তাঁর স্বামী মহিরাম ঢুকে পড়েন। দুজনের তর্কবিতর্ক হয়। তারপরই বন্দুক বার করে অনামিকার উপর গুলি চালায় তাঁর স্বামী।
#सोशलमीडिया #इंफ्ल्यूंसर का #मर्डर #सीसीटीवी में क़ैद
राजस्थान के फलोदी में नारी कलेक्शन सेंटर चलाने वाली अनामिका बिश्नोई की गोली मारकर हत्या कर दी गई. सूचना पर पहुंची पुलिस ने जब सीसीवीटी फुटेज खंगाले तो होश उड़ा देने वाला सच सामने आया. पता चला कि इस वारदात को महिला के पति… pic.twitter.com/pMWRS8SouM
— Gyanendra Shukla (@gyanu999) February 26, 2024
সূত্রের খবর অনুযায়ী, অনামিকা তাঁর স্বামীর থেকে দীর্ঘদিন ধরে আলাদা থাকতেন। তাঁর ছেলেমেয়েরাও তাঁর সঙ্গেই থাকতেন। অনামিকা ইনস্টাগ্রামে বেশ জনপ্রিয়। তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এক লক্ষেরও বেশি ফলোয়ার রয়েছে। তাঁর স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলাও করেছিলেন অনামিকা, আর সেকারণেই তাঁকে খুন করা হয়েছে বলে অনুমান করছে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.