Advertisement
Advertisement

Breaking News

The Kerala Story

‘কেরালা স্টোরি দেখে…’ লাগাতার ধর্ষণ-ধর্মান্তকরণের চাপ প্রেমিকাকে, FIR দায়ের মডেলের

মুসলিম প্রেমিকের বিরুদ্ধে লাভ জিহাদ-এর অভিযোগ নিয়ে থানায় মডেল প্রেমিকা।

Inspired by The Kerala Story, Mumbai Model Accuses Ranchi Man Of Rape
Published by: Sandipta Bhanja
  • Posted:June 1, 2023 9:39 am
  • Updated:June 1, 2023 9:39 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘দ্য কেরালা স্টোরি’ মুক্তির পর থেকেই বিতর্কের অন্ত নেই। ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে অজস্র কুকথাও শুনতে হয়েছে সিনেমার নির্মাতাদের। এবার এই ছবি দেখে অনুপ্রাণিত হয়েই প্রেমিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন মডেল। ধর্ষণ, ধর্মান্তকরণের চাপ, ব্ল্যাকমেইল-সহ একাধিক অভিযোগ এনেছেন ওই মডেল।

২০২০ সালে ঘটনার সূত্রপাত। বিহারের ভাগলপুর থেকে মডেলিং কেরিয়ারে ভাগ্য নির্ধারণ করতে রাঁচিতে ওয়ার্কশপের জন্য আসেন ওই তরুণী। সেখানেই তনভীর আখতার লাকি খানের সঙ্গে পরিচয়। তাঁরই মডেল সংস্থায় ভরতি হন ওই তরুণী। তবে নিজেকে হিন্দু বলে পরিচয় দেয় তনভীর। কিন্তু মাস চারেক বাদেই মোহভঙ্গ হয় মডেলের। যখন তিনি জানতে পারেন প্রেমিকের আসল পরিচয়। তিনি আদতে মুসলিম। এরপরই প্রতারণার জেরে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চান ওই মডেল। তখনই শুরু হয় ব্ল্যাকমেইলিং।

Advertisement

[আরও পড়ুন: ‘দেখব না কেরালা স্টোরি, হিটলারি শাসন চলছে’! সিনেমায় মোদি-বন্দনায় ক্ষিপ্ত নাসিরুদ্দিন]

লিখিত অভিযোগ মারফত পুলিশকে ওই তরুণী মডেল জানান, ২০২১ সাল থেকে লাগাতার তাঁকে ধর্ষণ করে আসছে তানভীর। বিয়ের জন্যও চাপ দিচ্ছে। শুধু তাই নয়! জোর করা হচ্ছে ধর্ম পরিবর্তন করে মুসলিম হওয়ার জন্যও। মুখ খুললে খুনের হুমকিও দেয় প্রেমিক তানভীর। মডেলিং কেরিয়ার চালিয়ে যাওয়ার জন্য মুম্বইয়ে গেলে, সেখানে পর্যন্ত তাকে প্রাণে মারার চেষ্টা করে তানভীর। এবার ‘দ্য কেরালা স্টোরি’ দেখে প্রাণে সাহস সঞ্চার করে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ওই মডেল তরুণী।

নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (২) (এন), ৩২৮, ৫০৬, ৫০৪, ৩২৩ এবং তথ্যপ্রযুক্তি আইনের ৬৭ নম্বর ধারায় তনভীর আখতার মহম্মদ খানের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।

[আরও পড়ুন: ‘শিরদাঁড়া নুইয়ে পড়েছে.. বেটি বাঁচাও বেটি ঠ্যাঙাও’, মোদিকে খোঁচা দিয়ে ঋদ্ধির কবিতা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement