Advertisement
Advertisement

Breaking News

Salman Khan

‘বান্ধবী’ ইউলিয়ার জন্মদিনে সপরিবারে ‘খান-দান’, ৫৮-তেই বিয়ে পাকা করলেন সলমন?

ভাইজানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট থেকে ফাঁস ছবি!

Inside Iulia Vantur's birthday celebration with Salman Khan and Khan-daan

ছবি : ইনস্টাগ্রাম

Published by: Sandipta Bhanja
  • Posted:July 25, 2024 4:37 pm
  • Updated:July 25, 2024 5:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের চিরকুমার। পঞ্চাশ পেরিয়েও গ্ল্যামারাস। যেমন অ্যাকশনে কেতাদুরস্থ, তেমনই রোম্যান্টিক অবতারে সুপারহিট ভাইজান। জীবনে প্রেম একাধিকবার এলেও ছাদনাতলা অবধি আর যাওয়া হয়নি সলমন খানের (Salman Khan)। অতঃপর ৫৮-তেও তিনি বিটাউনের ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’। তবে এবার সম্ভবত সলমনের ‘ব্যাচেলর’ তকমা ঘুচতে চলেছে! বুধবার রাতে ভাইজানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট থেকে যে ছবি ভাইরাল হল, এমনই ইঙ্গিত রয়েছে তাতে।

নিজের বাংলোতেই বিশেষ বান্ধবী ইউলিয়া ভান্তুরের (Iulia Vantur) জন্মদিন উপলক্ষে রাতপার্টির আয়োজন করেছিলেন সলমন খান। যেখানে উপস্থিত ছিলেন ভাইজানের পরিবারের সদস্যরা। বোন অর্পিতা শর্মা, জামাই আয়ুষ শর্মার পাশাপাশি ভাইজানের দিদি আলভিরা থেকে আরবাজের ছেলে আরহান খান সকলের মুখই উঁকি দিল ইউলিয়ার জন্মদিন স্পেশাল ফ্রেমে। এমনকী উপস্থিত ছিলেন সলমনের ব্যক্তিগত দেহ নিরাপত্তারক্ষী শেরাকেও দেখা গেল। সেই জন্মদিনের পার্টিতেই উপস্থিত ছিলেন প্রযোজক অতুল অগ্নিহোত্রী, গায়ক হিমেশ রেশমিয়া, মিকা সিং। অতুলের শেয়ার করা ছবিতেই দেখা গেল ইউলিয়ার জন্মদিনের পার্টিতে হাসিমুখে সলমনের পরিবারের সদস্যদের। বার্থডে গার্ল নিজেও সেই ছবি শেয়ার করে পালটা ভালোবাসা জানিয়েছেন। যা দেখে সলমন-অনুরাগীদের প্রশ্ন, তাহলে কি এবার অন্তত ‘ব্যাচেলর’ তকমাটা ঘুচবে ভাইজানের?

Advertisement

দিন কয়েক আগে, আম্বানিদের বিয়ের অনুষ্ঠানেও ইউলিয়া ভান্তুরকে নিয়ে গিয়েছিলেন সলমন খান। সেখানে একসঙ্গে তাঁদের নাচতেও দেখা যায়। নেপথ্যে বাজছিল, তাঁরই ছবির ব্লকবাস্টার গান ‘ও ও জানে জানা’। ডান্সফ্লোরে ইউলিয়ার সঙ্গে সিগনেচার স্টেপে নেচে বাজিমাত করেছিলেন বলিউড সুপারস্টার। সেই ক্যামেরাবন্দি মুহূর্ত নেটপাড়ায় ফাঁস হওয়ার পর দাবানল গতিতে ছড়িয়ে পড়ে। যা দেখেই ভক্তরা প্রশ্ন তুলেছিলেন, তাহলে কি সিঙ্গল লাইফ ঘুচেছে সলমনের? ফিরে এসেছে তাঁর পুরনো প্রেমিকা? যদিও সেসব উত্তর অধরাই। এবার ইউলিয়ার জন্মদিনের পার্টিটাই নিজের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে দিলেন সলমন খান।

[আরও পড়ুন: প্রেম-প্রাক্তন বিতর্কের মাঝেই বলিউড ডেবিউ রণজয় বিষ্ণুর, জনপ্রিয় রাজনীতিকের ভূমিকায়]

দীর্ঘ কয়েক বছর থেকেই রোমানিয়ান এই মডেল-অভিনেত্রীর সঙ্গে সলমনের প্রেমের সম্পর্কের গুঞ্জন। একবার তো এও রটে যায়, নিজের জন্মদিনেই ইউলিয়াকে বিয়ে করছেন সলমন। যদিও সেই ঘটনা সত্যিই ঘটেনি। তবে বারবার রোমান সুন্দরীর সঙ্গে ফ্রেমে ধরা দিয়েছেন বলিউড সুপারস্টার। মাঝখানে শোনা গিয়েছিল, সলমন-ইউলিয়ার সম্পর্কে নাকি ভাঙন ধরেছে! যদিও বন্ধুত্ব বজায় রেখেছেন তাঁরা। তবে এরপরও ভাইজানের পারিবারিক অনুষ্ঠানে ইউলিয়ার উজ্জ্বল উপস্থিতি লক্ষ করা গিয়েছে। তাঁর জন্মদিনেও বরাবর ‘ফুল অ্যাটেন্ডেন্স’ দিয়েছেন সলমনের পরিবারের সদস্যরা। এবারও তার অন্যথা হল না!

[আরও পড়ুন: ‘একলা চলা অত্যন্ত সুখ, শান্তি এবং সম্মানের’, যিশু-নীলাঞ্জনার পর কি এবার ঋষি কৌশিক?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement