Advertisement
Advertisement
'Indiana Jones' star Christian Klepser

বিমান দুর্ঘটনায় মৃত ‘ইন্ডিয়ানা জোনস’ অভিনেতা ক্রিশ্চিয়ান অলিভার

এই দুর্ঘটনায় মৃত অভিনেতার দুই মেয়েও।

'Indiana Jones' star Christian Klepser is killed in plane crash alongside daughters aged 10 and 12 | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:January 6, 2024 9:19 am
  • Updated:January 6, 2024 9:25 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন হলিউডের জনপ্রিয় অভিনেতা ক্রিশ্চিয়ান ক্লেপসার যিনি ক্রিশ্চিয়ান অলিভার নামেও খ্যাত। খবর অনুযায়ী, এই বিমান দুর্ঘটনায় মৃত তাঁর দুই মেয়ে মাদিতা ও অনিক। যাঁদের বয়স মাত্র ১০ ও ১২। ক্যারিবিয়ান দ্বীপ বেকিয়ার কাছে এই বিমান দুর্ঘটনা ঘটে।

খবর অনুযায়ী, ছোট্ট একটি বিমানে দুই মেয়েকে সঙ্গে নিয়ে যাত্রা করছিলেন অভিনেতা ক্রিশ্চিয়ান। যাচ্ছিলেন সেন্ট লুসিয়ার পথে। বিমানবন্দর থেকে ওড়ার কিছুক্ষণ পরেই যান্ত্রিক গোলযোগ দেখা দেয় বিমানে। তার পরেই ক্যারিবিয়ান দ্বীপ বেকিয়ার কাছে বিমানটি জলে পড়ে যায়। ডুবুরিু ঘটনাস্থলে পৌঁছলেই শেষরক্ষা হয়নি। মৃত অবস্থায় উদ্ধার হয় অভিনেতা, তাঁর দুই মেয়ে ও বিমানচালক।

Advertisement

[আরও পড়ুন: জানুয়ারি মাসেই শ্বেতা-রুবেলের বিয়ে! ব্যাপার কী? সত্যিটা জানালেন অভিনেতা]

ক্রিশ্চিয়ান অলিভার স্পিড রেসার ও ভালকিরি মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করেছিলেন। তবে ইন্ডিয়ানা জোনস-এ অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে গিয়েছিলে অভিনেতা। ক্রিশ্চিয়ানের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন তাঁর সহঅভিনেতা বাই লিং। ক্রিশ্চিয়ান অলিভারের শেষ সিনেমা ‘ফরেভার হোল্ড ইয়োর পিস’। যা মুক্তির অপেক্ষায়।

[আরও পড়ুন: সবুজ বিকিনিতে জল থেকে উঠে এলেন মনামী, ভিডিও দেখে শোরগোল নেটপাড়ায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement