সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চব্বিশের বছরভর ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে ‘হীরামণ্ডি’, ‘মির্জাপুর সিজন ৩’ থেকে ‘পঞ্চায়ত ৩’র মতো সিরিজগুলো। কোভিডকাল থেকেই দেশে ওয়েব দুনিয়ার রমরমা। বাড়িতে বসেই ‘বিঞ্জ ওয়াচ’-এর সুযোগ যখন হাতের নাগালে, তখন এর থেকে ভালো আর কী-ই বা হতে পারে? তবে পঁচিশেও কিন্তু সেই ওয়েব সিরিজের (2025 Web Series) তালিকা নেহাত মন্দ নয়! একাধিক বহু প্রতীক্ষিত রিলিজ রয়েছে। কী কী দেখবেন? একনজরে দেখে নিন।
পাতাল লোক ২
পয়লা সিরিজেই হাতিরাম সাড়া পেলে দিয়েছিলেন। তখন থেকেই সিক্যুয়েলের অপেক্ষায় দিন গুনছেন দর্শকরা। ২০২৫ সালেই সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। যদিও মুক্তির দিন ঘোষণা করেননি নির্মাতারা, তবে সম্প্রতি পোস্টার প্রকাশ্যে এনে সিক্যুয়েল নিয়ে কৌতূহল বাড়িয়েছেন তাঁরা। শোনা যাচ্ছে, বছরের প্রথমার্ধেই মুক্তি পাবে এই সিরিজ। হাই প্রোফাইল কেসের কিনারা করতে পারবে পুলিশ অফিসার হাতিরাম? বলবে সিক্যুয়েল ‘পাতাল লোক ২’। স্বস্তিকা মুখোপাধ্যায় থাকছেন কিনা দ্বিতীয় মরশুমে? নজর থাকবে সেদিকে।
দ্য ফ্যামিলি ম্যান ৩
পর পর দুটো ফ্যামিলি ম্যান সিরিজে দর্শকদের মুগ্ধ করেছেন শ্রীকান্ত তিওয়ারি ওরফে মনোজ বাজপেয়ী। রাজ, ডিকের এই সিরিজ নিয়ে বরাবরই দর্শকদের কৌতূহল তুঙ্গে থাকে, এবার তৃতীয় সিজন নিয়েও তেমনই উন্মাদনা। ২০২৫ সালের দিওয়ালির মরশুমে আমাজন প্রাইম ভিডিওতে দেখা যাবে ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’। শোনা যাচ্ছে, এই মরশুমে মনোজ বাজপেয়ীর পাশাপাশি জয়দীপ আওলাতকেও দেখা যাবে।
আরিয়ান খানের ‘স্টারডম’
শাহরুখপুত্র আরিয়ান খানের পরিচালক হিসেবে হাতেখড়ি হতে চলেছে স্টারডম দিয়ে। এই সিরিজ দিয়েই বলিউডে শিকে ছিড়তে চলেছেন তিনি। প্রযোজনায় শাহরুখ-গৌরীর রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। খবর, এই সিরিজে একফ্রেমে বলিউডের বহু তাবড় তারকাদের দেখা যাবে। ২০২৫ সালের মাস্ট ওয়াচের তালিকায় যে এই আরিয়ান খানের ‘স্টারডম’ থাকবে, তা বলাই বাহুল্য়। মুক্তি পাবে নেটফ্লিক্সে।
পঞ্চায়েত ৪
পঞ্চায়েত দেখে ‘ফুল্লেরা’ গ্রামের প্রেমে পড়েননি এমন দর্শক খুঁজে পাওয়া দায়! পর পর তিনটি সিরিজে ছক্কা হাঁকিয়েছেন সচিবজি জীতেন্দ্র তিওয়ারি, প্রধান রঘুবীর যাদব এবং নীনা গুপ্তা। তৃতীয় সিজনেই সচিবজিকে অ্যাকশন মোডে দেখা গিয়েছে। এবার চতুর্থ সিজনে যে নতুন চমক থাকবে, তা বলাই বাহুল্য। ২০২৫ সালে অ্যামাজান প্রাইম ভিডিওতে ‘পঞ্চায়েত ৪’-এর জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা।
দ্য নাইট ম্যানেজার ২
ডিজনি প্লাস হটস্টার-এর এই সিরিজ পয়লা মরশুমেই সাড়া পেলে দিয়েছিল। এক বছরের বিরতির পর ২০২৫ সালে আসছে অনিল কাপুর এবং আদিত্য রায় কাপুর অভিনীত ‘দ্য নাইট ম্যানেজার ২’। শান-শৈলেন্দ্র জুটি এবার কোন ষড়যন্ত্র করবে? চোখ থাকবে সেদিকে। শোনা যাচ্ছে, ২০২৫ সালের মাঝামাঝি মুক্তি পেতে চলেছে ‘দ্য নাইট ম্যানেজার ২’।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.