Advertisement
Advertisement

বার্লিন ফিল্ম ফেস্টিভালে দেখানো হবে ভারতীয় ছবি

কোন কোন ভারতীয় ছবি দেখানো হবে বার্লিন চলচ্চিত্র উৎসবে?

Indian film to be screened in Berlinale
Published by: Bishakha Pal
  • Posted:February 7, 2019 3:11 pm
  • Updated:February 7, 2019 3:11 pm  

নির্মল ধর: বহু বছর পর এবারের ৬৯তম বার্লিন চলচ্চিত্র উৎসবে ভারতীয় সিনেমার সার্বিক উপস্থিতি টের পাওয়া যাবে। আজ বাদে কালই উৎসবের উদ্বোধন। তখন এখানে উষ্ণতা ২-৩ ডিগ্রির আশপাশে। রাতে আরও কমে। কিন্তু উৎসব চত্বরজুড়ে আলোর রোশনাই আর উত্তেজনার অভাব নেই। জেনারেশন বিভাগের প্রতিযোগিতায় জায়গা হয়েছে রিমা দাশের ‘বুলবুল ক্যান সিং’। এক কিশোরের গ্রাম ছেড়ে শহরে যাওয়ার গল্প। তাঁর আগের ছবি ‘ভিলেজ রকস্টার্স’ রাষ্ট্রপতি পুরস্কার জিতেছিল দেশের সেরা ছবি হয়ে। দেখা যাক, এবার বার্লিন তাঁর হাতে কিছু তুলে দেয় কিনা। 

সিক্যুয়েলের নাম ‘স্ট্রিট ডান্সার’, ‘এবিসিডি ৩’ নয় কেন? ]

Advertisement

শর্টফিল্মের প্রতিযোগিতায় রয়েছে প্রান্তিক বসুর ‘রংমহল’। কলকাতার তরুণ প্রান্তিক, সাঁওতালিদের নিয়ে তৈরি করেছেন ছবিটি। তাছাড়া বার্লিনাল স্পেশাল বিভাগে দেখানো হচ্ছে জোয়া আখতারের ‘গাল্লি বয়’। রণবীর সিং ও আলিয়া ভাট অভিনীত এই ছবিটি এখনও ভারতে মুক্তি পায়নি। প্রিমিয়ার হবে বার্লিনেই। এই উৎসবের সবচাইতে বড় আকর্ষণ ‘মার্কেট’ বিভাগ। পৃথিবীর প্রায় সব পরিবেশকরা মার্টিন গ্রোপিয়াস বাউ-সহ দু’তিনটি হোটেলে ছড়িয়ে থাকে থাকে সেই বাজার। শুনলাম, এবার সেখানে ‘ইন্ডিয়ান প্যাভিলিয়ন’-ও থাকবে। খুবই সুখবর। বাজার কী হবে, না হবে – তার চাইতে বড় কথা আন্তর্জাতিক এই সিনেমা মেলায় ভারতীয় ছবির প্রচার তো হবে। বিখ্যাত পরিচালকদের মধ্যে ৩ বছর প্রতিযোগিতায় থাকে আঁদ্রে তেশিনের ‘ফেয়ারওয়েল টু দ্য নাইট’, ঝাইমের ‘ওয়ান সেকেন্ড’, জাইরো বুস্তামান্তের ‘ট্রেমরস’, ডেনিস কোতের ‘ঘোস্ট টাউন অ্যান্থোলজি’, ইসাবেলা কোয়েকজেতের ‘এলিজা অ্যান্ড মার্সেল’, ফতেহ আকিনের ‘দ্য গোল্ডেন গ্লোভ’, আমন তলপাড়ের ‘থ্রি টেল অফ থ্রি সিস্টারস’, অ্যাগনিয়েস্কো হল্যান্ডের ‘মিস্টার জোনস’-সহ ১৭টি ছবি। সেরা বিচারের দায়িত্ব ফরাসি অভিনেত্রী জুলিয়েৎ বিনোসের নেতৃত্বে পাঁচ আন্তর্জাতিক জুরির।

উলটপুরাণ, এবার অভিনেত্রীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ যুবকের ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement