Advertisement
Advertisement
KIFF

অমিতাভ-শাহরুখ-অরিজিৎ-সৌরভ, আজ চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে চাঁদের হাট

উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকছেন রাজ্যপাল 'বোস'ও।

Today Inauguration Ceremony of 28th Kolkata International Film Festival | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:December 15, 2022 9:06 am
  • Updated:December 15, 2022 11:45 am

স্টাফ রিপোর্টার : নজিরবিহীন নক্ষত্র সমাবেশে আজ, বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (Kolkata International Film Festivel) উদ্বোধন। একদিকে অমিতাভ-শাহরুখের মতো মেগাস্টার। অন্যদিকে নবনিযুক্ত রাজ্যপাল সি ভি আনন্দ বোস (CV Ananda Bose)। মধ্যমণি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর সভাপতিত্বেই হবে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। বুধবার কলকাতা ফেরার পথে শিলং বিমানবন্দরে তিনি বলেন, চলচ্চিত্র উৎসবে এবার চাঁদের হাট বসবে। অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, রানি মুখোপাধ্যায়, শত্রুঘ্ন সিনহা, মহেশ ভাট থাকছেন। থাকছেন নতুন প্রজন্মের হার্ট থ্রব গায়ক অরিজিৎ সিং, মেলোডি কিং কুমার শানু। বিশেষ অতিথি প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। প্রধান অতিথি রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

জগদীপ ধনকড় রাজ্যপাল থাকার সময় নবান্নের সঙ্গে দূরত্ব বেড়েছিল রাজভবনের। বিভিন্ন ইস্যুতে মতের অমিল হয়েছে। বিবৃতি, পাল্টা বিবৃতিতে তপ্ত হয়েছে রাজ্য রাজনীতি। এই পরিস্থিতিতে চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে মুখ্য অতিথির আসনে রাজ্যপালের উপস্থিতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। অনুষ্ঠান শুরু বিকেল চারটেয়। কোভিড অতিমারীর জন্যে গত দু’বছর চলচ্চিত্র উৎসব হয়নি। ২০২১ সালের ডিসেম্বরে নির্ধারিত চলচ্চিত্র উৎসব পিছিয়ে হয়েছে চলতি বছরের মে মাসে। প্রায় ৬ মাসের ব্যবধানে আবার উৎসব। ফলে আহ্লাদে আটখানা সিনেমাপ্রেমীরা। কোভিডমুক্তির উদযাপনে এমন আন্তর্জাতিক উৎসবই তো চাই।

Advertisement

[আরও পড়ুন: আসানসোল দুর্ঘটনা: ‘২১ তারিখ আবার কী ঘটবে?’, ডিসেম্বর তত্ত্ব নিয়ে শুভেন্দুকে বিঁধলেন অভিষেক]

শিলং থেকে ফিরে এদিন মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ও তথ্যসচিব শান্তনু বসুকে নিয়ে চলচ্চিত্র উৎসবের তদারকিতে নেমে পড়েন। কতটা কী প্রস্তুতি হয়েছে, তা খতিয়ে দেখেন। অতিথিদের খোঁজখবর নেন। নবান্ন সূত্রের খবর, এই বছর উৎসবের উদ্বোধন করবেন বিগ বি অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। সঙ্গী হবেন বলিউডের বাদশা শাহরুখ খান (Shahrukh Khan)। দু’জনের সঙ্গেই মমতার অত্যন্ত মধুর সম্পর্ক। দু’জনের কাছেই কলকাতা বরাবর স্পেশাল। বিশেষ করে এই চলচ্চিত্র উৎসব।

[আরও পড়ুন: এক ফোনেই সেতু মেরামত, এবার ব্রিজের গায়ে লেখা থাকবে ইঞ্জিনিয়ারের নম্বর]

এবারের বাড়তি আকর্ষণ অরিজিৎ সিং (Arijit Singh)। নতুন প্রজন্মের কাছে মুর্শিদাবাদের জিয়াগঞ্জের গায়কের তুমুল জনপ্রিয়তা। আর নব্বই দশকের মেলোডি কিং কুমার শানু তো আছেনই। উৎসব চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত। উদ্বোধনী সিনেমা হিসাবে দেখানো হবে হৃষীকেশ মুখোপাধ্যায়ের ‘অভিমান’।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement