Advertisement
Advertisement

Breaking News

Iman Chakraborty

বাংলাদেশে গিয়ে বিপাকে ইমন, অনুরাগীদের কাছে চাইলেন সাহায্য

আচমকা কী হল?

Iman Chakraborty wants to know this thing about ICC world cup final | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:November 18, 2023 5:59 pm
  • Updated:November 18, 2023 9:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিল্পী তিনি। নানা জায়গায় অনুষ্ঠান করার ডাক আসে। যেতেও হয়। এবার বাংলাদেশ থেকে ডাক এসেছিল ইমন চক্রবর্তীর (Iman Chakraborty)। আর সেখানে গিয়েই বিপাকে জাতীয় পুরস্কারজয়ী সঙ্গীতশিল্পী। আচমকা কী হল?

Iman-1

Advertisement

তারকার ফেসবুক পোস্টের একটি স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে। যেখানে বিপত্তির কথা জানিয়েছেন তিনি। কী সেই বিপত্তি? বাংলাদেশে চলে না হটস্টার। এদিকে রবিবার তো বিশ্বকাপের ফাইনাল। এমন অবস্থায় কীভাবে রোহিত-কামিন্সদের লড়াই দেখবেন? অনুরাগীদের কাছেই সাহায্য চাইলেন ইমন।

Iman-post

[আরও পড়ুন: ‘ফিরে এসো…মা ডেকো’, প্রয়াত বাবাকে সন্তান হিসেবে দেখার আকুল প্রার্থনা সুদীপ্তার ]

ইমনের এই পোস্টের নিচে একজন জানান, বাংলাদেশে হটস্টার চলে না। শিল্পী অন্য কোনও OTT প্ল্যাটফর্মের দ্বারস্থ হতে পারেন। কোনও ওয়েব প্ল্যাটফর্মের সন্ধান পেলেন? হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রশ্নটি করা হয়েছিল ইমনকে। 

শিল্পী জানান, কিছু অ্যাপের হদিশ তিনি পেয়েছেন। কিন্তু তা ডাউনলোড করা কতটা নিরাপদ জানা নেই। তাই দ্বিধা রয়েছে মনে। অনুরাগীদের আশা, বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখার কোনও না কোনও উপায় নিশ্চয়ই খুঁজে বের করে নিতে পারবেন তারকা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Niyogi’s Place Recording Studio (@niyogisplace)

প্রসঙ্গত, সারা দেশের মতো টলিউডের তারকারাও বিশ্বকাপ ফাইনাল নিয়ে উচ্ছ্বসিত। শুটিংয়ে থাকলেও প্রসেনজিৎ, আবিরদের মন থাকবে খেলার দিকে। আবার বাড়িতে ম্যাচ দেখবেন মিমি চক্রবর্তী, নুসরত জাহান, ইন্দ্রনীল সেনগুপ্ত, নীল ভট্টাচার্যরা। 

[আরও পড়ুন: বাইশ গজের কুরুক্ষেত্রে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া, টলিপাড়ার তারকাদের কী প্ল্যান?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement