সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্কার দৌড় থেকে ছিটকে গেল ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত ‘পুতুল’ ছবির গান ‘ইতি মা’। ইমন চক্রবর্তীর গাওয়া এই গান শেষমেশ জায়গা করে নিতে পারল না সেরা ১৫-এর তালিকায়। অস্কারের সেরা ৮৯টি গানের তালিকায় জায়গা করে নিলেও, অস্কারের ফাইনাল দৌড়ে এগোতে পারল না ইমনের এই গান। ‘ইতি মা’ গানের গীতিকার অনির্বাণ ভট্টাচার্য এবং সুরকার সায়ন গঙ্গোপাধ্যায়।
অস্কার থেকে ‘ইতি মা’ ছিটকে যাওয়ার পর পুতুল ছবির পরিচালক সংবাদ প্রতিদিন ডিজিটালকে জানালেন, ”অস্কারের সেরা ৮৯টি গানের তালিকায় জায়গা করার পর, সবাই ইতি মা গানটি নিয়ে যে উচ্ছ্বাস দেখিয়েছিলেন তার জন্য ধন্যবাদ। এই প্রথম কোনও বাংলা গান অস্কারে তালিকায় এসেছিল। এটাও বিরাট পাওনা। আমরা খুবই খুশি, যে পুরোটাই ঘটেছে স্বতঃস্ফূর্তভাবে। কারণ অস্কারের জন্য খুব বড়মাপের ক্যাম্পেন করতে হয়। পুতুল-এর জন্য আমরা কোনও ক্যাম্পেনই করিনি। ইতি মা সেরা ১৫-তে জায়গা করে নিতে না পারলেও, এখনও ফিল্ম সিলেকশন তালিকা এখনও বের হওয়া বাকি। সবাইকে ধন্যবাদ জানাতে চাই। এই ছবির পাশে থাকার জন্য।’
View this post on Instagram
ইন্দিরা ধর মুখোপাধ্যায়ের (Indira Dhar Mukkherjee) প্রথম ছবি ‘পুতুল’। এমন শিশুদের গল্প বলে এই ছবি, সমাজের অবহেলায়, যাদের ঠিকানা রাস্তা। আস্তাকুড়ের মতো জীবন। অথচ ভবিষ্যতের কাণ্ডারি তো এরাও। কান চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়ে নিয়েছিল বঙ্গললনার হাতে তৈরি ‘পুতুল’। এর আগে সংবাদ প্রতিদিন ডিজিটালের কাছে ইন্দিরা বলেছিলেন, ”যখন গানটা তৈরি হচ্ছিল, তখন ভাবতেই পারিনি অস্কারে মনোনীত হবে। এই প্রথম কোনও বাংলা গান অস্কারে মনোনয়ন পেল। এটা কিন্তু একটা ইতিহাস সৃষ্টি করল। অ্যাকাডেমির জুরি মেম্বার, অস্কার টিমকে ধন্যবাদ জানাই। পুতুল ছবির সঙ্গে যুক্ত প্রত্যেকটি সদস্যকে ধন্যবাদ জানাই। ”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.