সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেড়াতে গিয়ে সাংঘাতিক অবস্থা হল ইমন চক্রবর্তীর (Iman Chakraborty)। তাও আবার পাহাড়ি রাস্তায়। সঙ্গে স্বামী নীলাঞ্জনও ছিলেন। তাতেও ভয়ে কাঁটা ইমন। আত্মারাম খাঁচাছাড়া হওয়ার মতো অবস্থা জাতীয় পুরস্কারজয়ী সঙ্গীতশিল্পীর। গাড়ির মধ্যেই চিৎকার শুরু করে দেন।
অবশ্য পরিস্থিতি যেমন ভয়ংকর ছিল, তেমনই ছিল সুন্দর। তাইতো এত ভয়ের মধ্যেও ভিডিও রেকর্ড করেছেন ইমন। আর তা শেয়ার করেছেন নিজের সোশাল মিডিয়া প্রোফাইলে। কিছুদিন আগেই ছিল ইমনের বিবাহবার্ষিকী। বিয়ের বর্ষপুর্তির পালন করেই বেড়াতে চলে যান ইমন-নীলাঞ্জন। এই ভিডিওটি কেরলের মুনিয়ারা এলাকার।
ভিডিওতে দেখা যাচ্ছে, পাথুরে রাস্তার উপর দিয়ে যাচ্ছে ইমনদের গাড়ি। বেজায় ঝাঁকুনি হচ্ছে। তাতেই প্রবল ভয় পেয়ে যান সঙ্গীতশিল্পী। চিৎকার করতে থাকেন তিনি। মাঝে মাঝে আবার ঈশ্বরের নামও নেন। প্রশ্ন করতে থাকেন, ‘রাস্তা কোথায়?’ নীলাঞ্জনের হাতটা জোরে ধরেছিলেন ইমন। তবে এর মধ্যেও তারকার মুখে ছিল হাসি। ভয়ের এই রোমাঞ্চ উপভোগ করার হাসি।
View this post on Instagram
ইমনের এই ভিডিও তাঁর অনুরাগীরাও বেশ উপভোগ করেছেন। একজন লেখেন, “কী মিষ্টি তোমরা, এভাবেই থেকো ভালোবাসার ইমন ও নীলাঞ্জনদা।” একজন আবার ইমনের টুপিও পরতে চেয়েছেন। গত কয়েকদিন ধরে দক্ষিণ ভারতের এই সফরে বেশ মজা করছেন ইমন-নীলাঞ্জন। ভিডিও ছাড়াও শেয়ার করেছেন ছবি।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.